বাংলা নববর্ষ | পহেলা বৈশাখ - বাংলা রচনা | Bengali Essay on Bengali New Year | Bengali Paragraph Writing for Class III - VI বাংলা নববর্ষ বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। পহেলা বৈশাখ এ উৎসবটি পালিত হয়। পৃথিবীর যেখানে যত বাঙালি আছে, তারা সবাই উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ পালন করে। বাংলাদেশে এক সময় এই দিনে পূন্যহ অনুষ্ঠান হতো জাঁকজমকভাবে। এখন হালখাতা, মঙ্গল শোভাযাত্রা, কবিগান, যাত্রা, বৈশাখী মেলা, আবৃতি-নাচ গানে মুখরিত থাকে সারাদেশ। এদিনে আমরা একে অন্যকে বলি শুভ নববর্ষ। এদিনে শহর অঞ্চলেও পান্তা ইলিশ খাওয়ার চল হয়েছে ইদানিং। নববর্ষের দিনে ছেলেরা পাজামা-পাঞ্জাবি এবং মেয়েরা নানা রঙের শাড়ী পড়ে নববর্ষের আনন্দে মেতে ওঠে। চারদিকে তৈরি হয় এক বর্ণিল পরিবেশ। বাংলা নববর্ষ এখন আমাদের প্রধান জাতীয় উৎসব। বাংলা নববর্ষ | পহেলা বৈশাখ - বাংলা রচনা | Bengali Essay on Bengali New Year | Bengali Paragraph Writing for Class III - VI বাংলা নববর্ষ | পহেলা বৈশাখ - বাংলা রচনা | Bengali Essay on Bengali New Year | Bengali Paragraph Writing for Class III - VI
অমর্ত্য সেন - বাংলা রচনা | Bengali Essay on Amartya Sen | Bangla Paragraph Writing for Class III - VI
![]() |
অমর্ত্য সেন - বাংলা রচনা | Bengali Essay on Amartya Sen | Bangla Paragraph Writing for Class III - VI |
অমর্ত্য সেন
১৯৩৩ খ্রিস্টাব্দের ৩ নভেম্বর বীরভূম জেলার শান্তিনিকেতনে অমর্ত্য সেন জন্মগ্রহণ করেন I তাঁর বাবার নাম আশুতোষ সেন এবং মায়ের নাম অমিতা সেন I বিশ্বকবি রবীন্দ্রনাথ ‘অমর্ত্য’ নামকরণটি করেন ৷ ছেলেবেলার পড়াশোনা শান্তিনিকেতনে । পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি পাশ করার পর কেম্ব্রিজ বিশ্ববিদ্যলয়ে ভরতি হন ৷ সেখানে ডিএসসি ডিগ্রি লাভ করে দেশে ফিরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শুরু করেন I তারপর বিশ্ববিদ্যালয় এবং পরে ট্রিনিটি কলেজের অধ্যাপক হন I বিশ্বজনকল্যানে অর্থনীতির প্রয়োগ বিষয়ে গবেষণা পত্রের জন্য ১৯৯৮ খ্রিস্টাব্দের ১০ ডিসেম্বর তাঁকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয় ৷ এই পুরস্কারের অর্থ তিনি দেশের শিশুশিক্ষা উন্নয়নে দান করেন ৷ অমর্তা সেন ভারত এবং বাংলার গর্ব৷
![]() |
অমর্ত্য সেন - বাংলা রচনা | Bengali Essay on Amartya Sen | Bangla Paragraph Writing for Class III - VI |
![]() |
অমর্ত্য সেন - বাংলা রচনা | Bengali Essay on Amartya Sen | Bangla Paragraph Writing for Class III - VI |
![]() |
অমর্ত্য সেন - বাংলা রচনা | Bengali Essay on Amartya Sen | Bangla Paragraph Writing for Class III - VI |