দুর্গাপূজা - বাংলা রচনা | Bengali Essay on Durga Puja | Bangla Paragraph Writing for Class III - VI |
দুর্গাপূজা
ভুমিকা: দুর্গাপূজা হিন্দুদের শ্রেষ্ঠ উৎসব I এ উৎসবে সকলেই আনন্দে যেতে ওঠে। বাঙালির ঘরে ঘরে আনন্দের স্রোত বইতে থাকে ৷
প্রস্তুতি: এ সময় প্রত্যেক বাঙালি হিন্দুই সাধ্যমতো নতুন নতুন জামাকাপড় কিনে থাকে ৷ এজন্যে পূজার প্রায় একমাস আগে থেকেই জামাকাপড়ের দোকানে ভিড় পড়ে যায়৷ পূজা উপলক্ষ্যে প্রায় একমাস স্কুল কলেজ বন্ধ থাকে I অফিস আদালতও এসময় কয়েকদিন ছুটি থাকে ৷ যাঁরা দূরে বা বিদেশে থেকে চাকরি বা লেখাপড়া করেন, তাঁরা এ সময়ে বাড়ি ফিরে আসেন।
সময়: আমাদের এই পশ্চিমবঙ্গে শরৎকালে ও বসন্তকালে বছরে মোট দু বার দুর্গাপূজা হয় ৷ শরৎকালের পূজাকে ‘শারদীয়া পূজা’ আর বসন্তকালের পূজাকে ‘বাসন্তী পূজা’ বলা হয় । আমাদের দেশে শারদীয়া পূজারই প্রচলন বেশি ।
বর্ণনা: দুর্গা তাঁর বাহন সিংহের ওপর দাঁড়িয়ে থাকেন, তাঁর বাঁদিকে বীণা হাতে তাঁর এক কন্যা সরস্বতী, ডাইনে অন্য কন্যা লক্ষ্মী ৷ সরস্বতীর বাঁদিকে তিরধনুক হাতে এক পুত্র কার্তিক আর লক্ষ্মীর ডানদিকে আর-এক পুত্র হস্তীমুখ গণেশকে দেখা যায় ৷ দুর্গা মহিষাসুরকে বধ করছেন ৷
পূজা প্রণালী: শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে ঘট বসিয়ে পূজার সূচনা করা হয় I একে বলে "বোধন" I এরপর সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এই চারদিন ধরে পূজা চলে । দশমীর রাত্রিতে প্রতিমাকে বিসর্জন দেওয়া হয় ৷
উপসংহার: বিসর্জনের পর ছোটোরা বড়ােদের প্রণাম করে ৷ বড়ােরা পরস্পরে কােলাকুলি করেন । মিষ্টি খাওয়ানো হয় । তার পর পূজাের ছুটি শেষ হতে না হতেই পড়াশোনায় মন দিতে হয় । স্কুল খুললেই পরীক্ষায় ঘণ্টা বেজে ওঠে ।
দুর্গাপূজা - বাংলা রচনা | Bengali Essay on Durga Puja | Bangla Paragraph Writing for Class III - VI |
দুর্গাপূজা - বাংলা রচনা | Bengali Essay on Durga Puja | Bangla Paragraph Writing for Class III - VI |
দুর্গাপূজা - বাংলা রচনা | Bengali Essay on Durga Puja | Bangla Paragraph Writing for Class III - VI |