কুকুর বাংলা রচনা - Bengali Essay on Dog | Bangla Paragraph Writing for Class III - VI |
কুকুর
কুকুর গৃহপালিত পশু। কুকুর নানা জাতের ও নানা আকারের হয়। নানা জাতের কুকুর দেখতে পাওয়া যায়। কুকুর অত্যন্ত বিশ্বাসী প্রাণী। কুকুরের চারটি পা, দুটি কান, দুটি চোখ ও একটি ল্যাজ আছে। কুকুর খুব সাহসী এবং বুদ্ধিমান। এরা খুব সহজে পােষ মানে। কুকুর অত্যন্ত প্রভুভক্ত প্রাণী। এরা রাত জেগে প্রভুর বাড়ি পাহারা দেয়। চোর, ডাকাত, খুনি ধরার জন্য পুলিশ কুকুরের সাহায্য নেয়। পাগলা কুকুর কামড়ালে জলাতঙ্ক রােগ হতে পারে। কুকুর ১২/১৫ বছর বাঁচে।