বাংলা নববর্ষ | পহেলা বৈশাখ - বাংলা রচনা | Bengali Essay on Bengali New Year | Bengali Paragraph Writing for Class III - VI বাংলা নববর্ষ বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। পহেলা বৈশাখ এ উৎসবটি পালিত হয়। পৃথিবীর যেখানে যত বাঙালি আছে, তারা সবাই উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ পালন করে। বাংলাদেশে এক সময় এই দিনে পূন্যহ অনুষ্ঠান হতো জাঁকজমকভাবে। এখন হালখাতা, মঙ্গল শোভাযাত্রা, কবিগান, যাত্রা, বৈশাখী মেলা, আবৃতি-নাচ গানে মুখরিত থাকে সারাদেশ। এদিনে আমরা একে অন্যকে বলি শুভ নববর্ষ। এদিনে শহর অঞ্চলেও পান্তা ইলিশ খাওয়ার চল হয়েছে ইদানিং। নববর্ষের দিনে ছেলেরা পাজামা-পাঞ্জাবি এবং মেয়েরা নানা রঙের শাড়ী পড়ে নববর্ষের আনন্দে মেতে ওঠে। চারদিকে তৈরি হয় এক বর্ণিল পরিবেশ। বাংলা নববর্ষ এখন আমাদের প্রধান জাতীয় উৎসব। বাংলা নববর্ষ | পহেলা বৈশাখ - বাংলা রচনা | Bengali Essay on Bengali New Year | Bengali Paragraph Writing for Class III - VI বাংলা নববর্ষ | পহেলা বৈশাখ - বাংলা রচনা | Bengali Essay on Bengali New Year | Bengali Paragraph Writing for Class III - VI
হাজী মহম্মদ মহসীন - বাংলা রচনা | Bengali Essay on Haji Muhammad Mohsin | Bangla Paragraph Writing for Class III - VI
![]() |
হাজী মহম্মদ মহসীন - বাংলা রচনা | Bengali Essay on Haji Muhammad Mohsin | Bangla Paragraph Writing for Class III - VI |
হাজী মহম্মদ মহসীন
প্রকৃত নাম মহম্মদ মহসীন। মক্কা-তীর্থ দর্শন অর্থাৎ হজ করেছিলেন বলে তাঁর নামের আগে হাজীকথাটি যােগ হয়েছিল। ১৭৩২ খ্রিস্টাব্দে হুগলির জেলা শহরে তাঁর জন্ম হয়। পিতার নাম হাজী ফৈজুল্লা। ধর্মপ্রাণ পিতার জীবনাদর্শ মহসীনের জীবনপথের পাথেয় হয়েছিল। বাল্যকালেই তাঁর লেখাপড়া শুরু হয়। লেখাপড়া শেষ করে তিনি মানব কল্যাণের ব্রতে নিজেকে উৎসর্গ করলেন। তিনি বিয়ে করে সংসারী হননি। কিন্তু পরম করুণাময় তাকে বিরাট সংসারের মালিক করেছিলেন। তাঁর বৈপিত্র বােনের কাছ থেকে দান হিসাবে পাওয়া বিশাল ধনসম্পত্তি দরিদ্র ও অসহায় মানুষের মঙ্গলের জন্য অকাতরে ব্যয় করেছিলেন। এই দানের জন্য বাংলার হিন্দু-মুসলমান তাকে দানবীর মহসীন আখ্যা দিয়েছিলেন। নিজের ব্যক্তিগত সুখের দিকে না তাকিয়ে তিনি ফকিরের মতাে দিন যাপন করতেন। তিনি নিজে শিক্ষিত ছিলেন এবং শিক্ষাবিস্তারের জন্য বিশেষ উদ্যোগী হয়েছিলেন। গরিব ছাত্রদের , জন্য তিনি বহু জায়গায় স্কুল-কলেজ-মাদ্রাসা স্থাপন করেছিলেন। হুগলির ইমামবাড়া ও মহসীন কলেজ তার অমর কীর্তির চিহ্ন বহন করে আজও প্রতিষ্ঠিত। এখনও মহসীনের দানের অর্থে অনেক ছাত্র সরকার থেকে বৃত্তি পেয়ে থাকে। কথিত আছে একবার তার ঘরে চোর ঢুকেছিল। মহসীন তাকে হাতেনাতে ধরেও সাজা দেননি। বরং লােকটির অভাবের কথা জেনে তাকে অর্থ দিয়ে সাহায্য করেছিলেন। দানের এমন উদাহরণ পৃথিবীতে বিরল। ১৮১২ খ্রিস্টাব্দে এই প্রাতঃস্মরণীয় মানুষটি পরলােক গমন করেন।
![]() |
হাজী মহম্মদ মহসীন - বাংলা রচনা | Bengali Essay on Haji Muhammad Mohsin | Bangla Paragraph Writing for Class III - VI |
![]() |
হাজী মহম্মদ মহসীন - বাংলা রচনা | Bengali Essay on Haji Muhammad Mohsin | Bangla Paragraph Writing for Class III - VI |
![]() |
হাজী মহম্মদ মহসীন - বাংলা রচনা | Bengali Essay on Haji Muhammad Mohsin | Bangla Paragraph Writing for Class III - VI |