বাংলা নববর্ষ | পহেলা বৈশাখ - বাংলা রচনা | Bengali Essay on Bengali New Year | Bengali Paragraph Writing for Class III - VI বাংলা নববর্ষ বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। পহেলা বৈশাখ এ উৎসবটি পালিত হয়। পৃথিবীর যেখানে যত বাঙালি আছে, তারা সবাই উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ পালন করে। বাংলাদেশে এক সময় এই দিনে পূন্যহ অনুষ্ঠান হতো জাঁকজমকভাবে। এখন হালখাতা, মঙ্গল শোভাযাত্রা, কবিগান, যাত্রা, বৈশাখী মেলা, আবৃতি-নাচ গানে মুখরিত থাকে সারাদেশ। এদিনে আমরা একে অন্যকে বলি শুভ নববর্ষ। এদিনে শহর অঞ্চলেও পান্তা ইলিশ খাওয়ার চল হয়েছে ইদানিং। নববর্ষের দিনে ছেলেরা পাজামা-পাঞ্জাবি এবং মেয়েরা নানা রঙের শাড়ী পড়ে নববর্ষের আনন্দে মেতে ওঠে। চারদিকে তৈরি হয় এক বর্ণিল পরিবেশ। বাংলা নববর্ষ এখন আমাদের প্রধান জাতীয় উৎসব। বাংলা নববর্ষ | পহেলা বৈশাখ - বাংলা রচনা | Bengali Essay on Bengali New Year | Bengali Paragraph Writing for Class III - VI বাংলা নববর্ষ | পহেলা বৈশাখ - বাংলা রচনা | Bengali Essay on Bengali New Year | Bengali Paragraph Writing for Class III - VI
মাদার টেরিজা - বাংলা রচনা | Bengali Essay on Mother Teresa | Bangla Paragraph Writing for Class III - VI
![]() |
মাদার টেরিজা - বাংলা রচনা | Bengali Essay on Mother Teresa | Bangla Paragraph Writing for Class III - VI |
মাদার টেরিজা
১৯১০ খ্রিস্টাব্দের ২৭ আগস্ট যুগােশ্লাভিয়ার স্কোপেজ শহরে এক কৃষক পরিবারে মাদার টেরিজার জন্ম হয় ৷ গৃহজীবনে তাঁর নাম ছিল অ্যগনেস গোনেকস বেজাক্সি হিউ ৷ মানব সেবার আদর্শে সন্ন্যাসিনীর জীবন বেছে নিয়ে মাত্র ১৯ বছর বয়সে তিনি ডাবলিন থেকে কলকাতায় আসেন I সেবিকার ব্রত গ্রহণ করে হয়ে ওঠেন বিশ্বজননী I কলকাতায় প্রতিষ্ঠা করেন ‘নির্মল হৃদয় ’ এবং ‘শিশুভবন ।’ ১৯৪৮ খ্রিস্টাব্দে তিনি ভারতের নাগরিকত্ব গ্রহণ করেন ৷ ভারত সরকার ১৯৬২ খ্রিস্টাব্দে তাকে ‘পদ্মশ্ৰী’ উপাধিতে ভূষিত করেন I ১৯৭৯ খ্রিস্টাব্দে তিনি নোবেল পুরস্কার পান I ১৯৮০ খ্রিস্টাব্দে তাঁকে ভারতের সর্বোচ্চ সম্মান ‘ভারতরত্ন’ উপাধিতে ভূষিত করা হয় । ১৯৯৭ খ্রিস্টাব্দের ৫সেপ্টেম্বর ৮৭ বছর বয়সে তিনি পরলােকগমন করেন ৷ কিন্তু তাঁর প্রতিষ্ঠিত ‘মিশনারিজ অব চ্যারিটি’ আজও সেবার ভাবধারা নিয়ে এগিয়ে চলেছে ।
![]() |
মাদার টেরিজা - বাংলা রচনা | Bengali Essay on Mother Teresa | Bangla Paragraph Writing for Class III - VI |
![]() |
মাদার টেরিজা - বাংলা রচনা | Bengali Essay on Mother Teresa | Bangla Paragraph Writing for Class III - VI |
![]() |
মাদার টেরিজা - বাংলা রচনা | Bengali Essay on Mother Teresa | Bangla Paragraph Writing for Class III - VI |