বাংলা নববর্ষ | পহেলা বৈশাখ - বাংলা রচনা | Bengali Essay on Bengali New Year | Bengali Paragraph Writing for Class III - VI বাংলা নববর্ষ বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। পহেলা বৈশাখ এ উৎসবটি পালিত হয়। পৃথিবীর যেখানে যত বাঙালি আছে, তারা সবাই উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ পালন করে। বাংলাদেশে এক সময় এই দিনে পূন্যহ অনুষ্ঠান হতো জাঁকজমকভাবে। এখন হালখাতা, মঙ্গল শোভাযাত্রা, কবিগান, যাত্রা, বৈশাখী মেলা, আবৃতি-নাচ গানে মুখরিত থাকে সারাদেশ। এদিনে আমরা একে অন্যকে বলি শুভ নববর্ষ। এদিনে শহর অঞ্চলেও পান্তা ইলিশ খাওয়ার চল হয়েছে ইদানিং। নববর্ষের দিনে ছেলেরা পাজামা-পাঞ্জাবি এবং মেয়েরা নানা রঙের শাড়ী পড়ে নববর্ষের আনন্দে মেতে ওঠে। চারদিকে তৈরি হয় এক বর্ণিল পরিবেশ। বাংলা নববর্ষ এখন আমাদের প্রধান জাতীয় উৎসব। বাংলা নববর্ষ | পহেলা বৈশাখ - বাংলা রচনা | Bengali Essay on Bengali New Year | Bengali Paragraph Writing for Class III - VI বাংলা নববর্ষ | পহেলা বৈশাখ - বাংলা রচনা | Bengali Essay on Bengali New Year | Bengali Paragraph Writing for Class III - VI
![]() |
বইমেলা - বাংলা রচনা | Bengali Essay on Book Fair | Bangla Paragraph Writing for Class III - VI |
বইমেলা
বই মানুষকে এক জায়গায় করে মেলা। বইকে কেন্দ্র করে যে মেলা হয়, তাকে বইমেলা বলে। বইমেলার মাধ্যমে নতুন নতুন বইয়ের সঙ্গে পরিচিত হতে পারি। যে বই সাধারণ দোকানগুলিতে পাওয়া যায় না সেই বইগুলি দেখার ও কেনার
সুযােগ হয় বইমেলাতে। বই হল নীরব বন্ধু। এ বন্ধু কথা বলতে পারে না। কিন্তু সবসময় উপকার করবার জন্যে অপেক্ষায় থাকে। বইমেলার উপকারিতা অপরিহার্য। যেমন—
এক। বইমেলাতে দেশ-বিদেশের বই পাওয়া যায়।
দুই। বইমেলায় চাহিদা মতাে দুষ্প্রাপ্য বই পাওয়া যায়।
তিন। বইমেলায় লেখক, প্রকাশক ও নতুন বন্ধুদের সঙ্গে পরিচিত হওয়া যায়।
বইমেলার জনপ্রিয়তা বাড়ছে। মানুষের জানার ইচ্ছা যত বাড়বে, বইমেলার গুরুত্ব তত বাড়বে।