বাংলা নববর্ষ | পহেলা বৈশাখ - বাংলা রচনা | Bengali Essay on Bengali New Year | Bengali Paragraph Writing for Class III - VI বাংলা নববর্ষ বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। পহেলা বৈশাখ এ উৎসবটি পালিত হয়। পৃথিবীর যেখানে যত বাঙালি আছে, তারা সবাই উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ পালন করে। বাংলাদেশে এক সময় এই দিনে পূন্যহ অনুষ্ঠান হতো জাঁকজমকভাবে। এখন হালখাতা, মঙ্গল শোভাযাত্রা, কবিগান, যাত্রা, বৈশাখী মেলা, আবৃতি-নাচ গানে মুখরিত থাকে সারাদেশ। এদিনে আমরা একে অন্যকে বলি শুভ নববর্ষ। এদিনে শহর অঞ্চলেও পান্তা ইলিশ খাওয়ার চল হয়েছে ইদানিং। নববর্ষের দিনে ছেলেরা পাজামা-পাঞ্জাবি এবং মেয়েরা নানা রঙের শাড়ী পড়ে নববর্ষের আনন্দে মেতে ওঠে। চারদিকে তৈরি হয় এক বর্ণিল পরিবেশ। বাংলা নববর্ষ এখন আমাদের প্রধান জাতীয় উৎসব। বাংলা নববর্ষ | পহেলা বৈশাখ - বাংলা রচনা | Bengali Essay on Bengali New Year | Bengali Paragraph Writing for Class III - VI বাংলা নববর্ষ | পহেলা বৈশাখ - বাংলা রচনা | Bengali Essay on Bengali New Year | Bengali Paragraph Writing for Class III - VI
![]() |
বড়ােদিন - বাংলা রচনা | Bengali Essay on Christmas | Bangla Paragraph Writing for Class III - VI |
বড়ােদিন
নানা জাতির মানুষের মিলনক্ষেত্র হল ভারতবর্ষ। এখানে বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠান পালন করা হয়। খ্রিস্টধর্মের প্রবর্তক জিশুখ্রিস্ট ২৫ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। সেই দিনটিকে স্মরণ করেই পালিত হয় বড়ােদিন উৎসব। আজ থেকে প্রায় দু'হাজার বছর আগে জেরুজালেমের এক আস্তাবলে জিশুর জন্ম হয়। তার পিতার নাম যােশেফ এবং মাতার নাম মেরী। খ্রিস্টধর্মাবলম্বীদের কাছে জিশুখ্রিস্ট হলেন ধর্মীয় নেতা। তাঁর জন্মদিবস পালনের উৎসবকে বলে ‘এক্সমাস ডে’ আনন্দের উৎসব। পুরাে ডিসেম্বর মাস জুড়ে চলে এই উৎসবের প্রস্তুতি। পৃথিবীকে পাপমুক্ত করতে আবির্ভাব ঘটেছিল যিশুর। এই দিনে গির্জায় গির্জায় ভক্তেরা যিশুর বন্দনায় মত্ত হয়। এবং পাপমুক্ত জীবনের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেন। চারিদিক আলােয় ঝলমলিয়ে ওঠে। নতুন পােশাকে সজ্জিত হয়ে ওঠে সকলে। সুন্দর সুন্দর উপহার দেয় একে অপরকে। ‘এক্সমাস ডে’-র আর একটা আকর্ষণীয় দিক হল ‘কেক’। আত্মীয়-বন্ধুরা কেক বিতরণ করে এবং একে অপরকে শুভেচ্ছা জানায়। এইভাবেই বড়ােদিনের উৎসব খুশি ও আনন্দে ভরে ওঠে। শুধু খ্রিস্টানরা নয়, সব ধর্মের মানুষরাই এই আনন্দ উৎসবে অংশগ্রহণ করে।
![]() |
বড়ােদিন - বাংলা রচনা | Bengali Essay on Christmas | Bangla Paragraph Writing for Class III - VI |
![]() |
বড়ােদিন - বাংলা রচনা | Bengali Essay on Christmas | Bangla Paragraph Writing for Class III - VI |
![]() |
বড়ােদিন - বাংলা রচনা | Bengali Essay on Christmas | Bangla Paragraph Writing for Class III - VI |