বাংলা নববর্ষ | পহেলা বৈশাখ - বাংলা রচনা | Bengali Essay on Bengali New Year | Bengali Paragraph Writing for Class III - VI বাংলা নববর্ষ বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। পহেলা বৈশাখ এ উৎসবটি পালিত হয়। পৃথিবীর যেখানে যত বাঙালি আছে, তারা সবাই উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ পালন করে। বাংলাদেশে এক সময় এই দিনে পূন্যহ অনুষ্ঠান হতো জাঁকজমকভাবে। এখন হালখাতা, মঙ্গল শোভাযাত্রা, কবিগান, যাত্রা, বৈশাখী মেলা, আবৃতি-নাচ গানে মুখরিত থাকে সারাদেশ। এদিনে আমরা একে অন্যকে বলি শুভ নববর্ষ। এদিনে শহর অঞ্চলেও পান্তা ইলিশ খাওয়ার চল হয়েছে ইদানিং। নববর্ষের দিনে ছেলেরা পাজামা-পাঞ্জাবি এবং মেয়েরা নানা রঙের শাড়ী পড়ে নববর্ষের আনন্দে মেতে ওঠে। চারদিকে তৈরি হয় এক বর্ণিল পরিবেশ। বাংলা নববর্ষ এখন আমাদের প্রধান জাতীয় উৎসব। বাংলা নববর্ষ | পহেলা বৈশাখ - বাংলা রচনা | Bengali Essay on Bengali New Year | Bengali Paragraph Writing for Class III - VI বাংলা নববর্ষ | পহেলা বৈশাখ - বাংলা রচনা | Bengali Essay on Bengali New Year | Bengali Paragraph Writing for Class III - VI
![]() |
ইদ উৎসব - বাংলা রচনা | Bengali Essay on Eid Festival | Bangla Paragraph Writing for Class III - VI |
ইদ উৎসব
হিন্দুদের যেমন দুর্গোৎসব মুসলমানদেরও তেমনি আনন্দের, আবেগের উৎসব ইদ। মুসলমানদের যতগুলি উৎসব আছে তার মধ্যে প্রধান উৎসব ইদ। ইদের চাঁদ দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন মসজিদের ইমামদের ঘােষণার পরই শুরু হয়ে যায় বহু আকাঙ্ক্ষিত ও প্রতীক্ষিত ইদ উৎসব। ইদের আগে একমাস ধরে যে কালটি তাকে বলা হয় রমজান মাস। এই সময় নিষ্ঠা ও অবশ্য করণীয় ও পালনীয় ধর্মীয় আচার-রীতি কঠোরভাবে মেনে চলতে হয়। একমাস কৃচ্ছসাধন ও কষ্টভােগের পর ইদের উৎসব আসে বলে বাঁধভাঙা আনন্দে সবাই মেতে ওঠে। ইদের উৎসবে হিন্দুদের বিজয়া দশমীর দিন যেমন পরস্পরের মধ্যে শুভেচ্ছা বিনিময় হয়, একে অন্যকে যেমন খুশির আবেগে আলিঙ্গন করে,
ইদের দিনেও তেমনি ঘটনা ঘটে। এদিন কারুর মনেই কোনাে সাম্প্রদায়িক সংকীর্ণ মানসিকতা থাকে না। ইদ মােবারক
বলে সবাই সবাইকে শুভেচ্ছা জানায়। রমজান মাসে মুসলমানরা যে ধর্মীয় আচার পালন করে তার নাম রােজা রমজান মাসে ধর্মপ্রাণ মুসলমানরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কোনাে খাদ্য এমনকি জল পর্যন্ত গ্রহণ করে না। ইদের দিনে মুসলমান সম্প্রদায়ের সকলে বিশেষ করে ছেলেমেয়েরা নতুন জামাকাপড় পরে যেমন হিন্দুরা পরে দুর্গাপূজার চারদিন। দরিদ্রদের ও আর্তদের সেবার জন্যও দান করা হয়। মসজিদে এদিনে ইদের নামাজ পড়া হয়। ইদ পর্ব দুরকমের। একটিকে বলা হয় ইদ-উল-ফেতর আর অন্যটি হল ইদ-উদ্-জুয়া। পরের পর্বটি অনেক পরে হয়।।
![]() |
ইদ উৎসব - বাংলা রচনা | Bengali Essay on Eid Festival | Bangla Paragraph Writing for Class III - VI |
![]() |
ইদ উৎসব - বাংলা রচনা | Bengali Essay on Eid Festival | Bangla Paragraph Writing for Class III - VI |
![]() |
ইদ উৎসব - বাংলা রচনা | Bengali Essay on Eid Festival | Bangla Paragraph Writing for Class III - VI |