বাংলা নববর্ষ | পহেলা বৈশাখ - বাংলা রচনা | Bengali Essay on Bengali New Year | Bengali Paragraph Writing for Class III - VI বাংলা নববর্ষ বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। পহেলা বৈশাখ এ উৎসবটি পালিত হয়। পৃথিবীর যেখানে যত বাঙালি আছে, তারা সবাই উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ পালন করে। বাংলাদেশে এক সময় এই দিনে পূন্যহ অনুষ্ঠান হতো জাঁকজমকভাবে। এখন হালখাতা, মঙ্গল শোভাযাত্রা, কবিগান, যাত্রা, বৈশাখী মেলা, আবৃতি-নাচ গানে মুখরিত থাকে সারাদেশ। এদিনে আমরা একে অন্যকে বলি শুভ নববর্ষ। এদিনে শহর অঞ্চলেও পান্তা ইলিশ খাওয়ার চল হয়েছে ইদানিং। নববর্ষের দিনে ছেলেরা পাজামা-পাঞ্জাবি এবং মেয়েরা নানা রঙের শাড়ী পড়ে নববর্ষের আনন্দে মেতে ওঠে। চারদিকে তৈরি হয় এক বর্ণিল পরিবেশ। বাংলা নববর্ষ এখন আমাদের প্রধান জাতীয় উৎসব। বাংলা নববর্ষ | পহেলা বৈশাখ - বাংলা রচনা | Bengali Essay on Bengali New Year | Bengali Paragraph Writing for Class III - VI বাংলা নববর্ষ | পহেলা বৈশাখ - বাংলা রচনা | Bengali Essay on Bengali New Year | Bengali Paragraph Writing for Class III - VI
![]() |
সংবাদপত্র - বাংলা রচনা | Bengali Essay on Newspaper | Bangla Paragraph Writing for Class III - VI |
সংবাদপত্র
শিক্ষাবিস্তারে গণমাধ্যমগুলির মধ্যে সংবাদপত্রের গুরুত্ব সর্বাধিক। যারা বেতার, দূরদর্শন কিনতে পারে না, তাদের কাছে প্রতিদিনের খবরাখবর পৌছে দেয় সংবাদপত্র। শিক্ষার প্রসারে তাই সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম। সংবাদপত্রের কতকগুলি শিক্ষামূলক উপযােগিতা আছে।।যেমন—
ক। শিল্প, সাহিত্য, বিজ্ঞান সম্পর্কে অনেক তথ্য জানা যায়।
খ। বিভিন্ন চিঠিপত্র থেকে জনমত সম্পর্কে বােঝা যায়।
গ। সাহিত্যমূলক লেখা পড়া যায়।
ঘ। ঘর পূরক শব্দ লেখার অভ্যাস থেকে নতুন নতুন শব্দের সঙ্গে পরিচিত হওয়া যায়।
সংবাদপত্র যদি নিরপেক্ষ ভূমিকা পালন করে তাহলে এর গুরুত্ব আরও বাড়বে। কেননা একজন সৎ সাংবাদিক হলেন দেশের সত্যিকারের বন্ধু।