বাংলা নববর্ষ | পহেলা বৈশাখ - বাংলা রচনা | Bengali Essay on Bengali New Year | Bengali Paragraph Writing for Class III - VI বাংলা নববর্ষ বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। পহেলা বৈশাখ এ উৎসবটি পালিত হয়। পৃথিবীর যেখানে যত বাঙালি আছে, তারা সবাই উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ পালন করে। বাংলাদেশে এক সময় এই দিনে পূন্যহ অনুষ্ঠান হতো জাঁকজমকভাবে। এখন হালখাতা, মঙ্গল শোভাযাত্রা, কবিগান, যাত্রা, বৈশাখী মেলা, আবৃতি-নাচ গানে মুখরিত থাকে সারাদেশ। এদিনে আমরা একে অন্যকে বলি শুভ নববর্ষ। এদিনে শহর অঞ্চলেও পান্তা ইলিশ খাওয়ার চল হয়েছে ইদানিং। নববর্ষের দিনে ছেলেরা পাজামা-পাঞ্জাবি এবং মেয়েরা নানা রঙের শাড়ী পড়ে নববর্ষের আনন্দে মেতে ওঠে। চারদিকে তৈরি হয় এক বর্ণিল পরিবেশ। বাংলা নববর্ষ এখন আমাদের প্রধান জাতীয় উৎসব। বাংলা নববর্ষ | পহেলা বৈশাখ - বাংলা রচনা | Bengali Essay on Bengali New Year | Bengali Paragraph Writing for Class III - VI বাংলা নববর্ষ | পহেলা বৈশাখ - বাংলা রচনা | Bengali Essay on Bengali New Year | Bengali Paragraph Writing for Class III - VI
![]() |
দেশপ্রেম - বাংলা রচনা | Bengali Essay on Patriotism | Bangla Paragraph Writing for Class III - VI |
দেশপ্রেম
স্বদেশ ও স্বজাতির প্রতি প্রীতিবােধ, স্বদেশের গৌরবে গৌরববােধ ও অধঃপতনে গ্লানিবােধ দেশপ্রেমের সাধারণ লক্ষণ। ইতিহাসের পাতা উল্টোলেই বিভিন্ন দেশের বিভিন্ন জাতির স্বদেশপ্রেমের কথা আমরা জানতে পারি। ভারতবাসীরা যখন দীর্ঘ দু’শ বছর ধরে ইংরেজ জাতির কাছে পদানত ছিল তখনই ভারতবাসী দেশপ্রেমের মন্ত্রে দীক্ষা লাভ করে। ঊনবিংশ শতাব্দীতে ইংরেজরা যখন নিজ প্রয়ােজনে নিজ উদ্যোগে বিদ্যালয় গড়ে তুললেন, তখন দেশের মুষ্টিমেয় মধ্যবিত্ত মানুষের মনে পাশ্চাত্য শিক্ষার আলােকে নববােধের ও দেশপ্রেমের উন্মেষ ঘটল। অতীত ভারতের গৌরবময় শৌর্যবীর্যের ইতিহাস, ইউরােপীয় জাতিগুলির দেশপ্রীতির ইতিহাস, ফরাসি বিপ্লব, আমেরিকার স্বাধীনতা যুদ্ধ, ইংল্যাণ্ডের গৌরবময় বিপ্লব ও ইটালি-জার্মানির ঐক্যসাধনের ইতিহাস। দেশবাসীকে দেশপ্রেমের জোয়ারে ভাসিয়ে নিয়ে গেল। এরই কর্মসূচী হিসাবে সমাজসংস্কারকেরা সমাজকে কুসংস্কার থেকে মুক্ত করতে এগিয়ে এলেন—করলেন স্ত্রীশিক্ষা প্রবর্তন, সতীদাহ প্রথা নিবারণ, বাল্যবিবাহ রােধ প্রভৃতি সামাজিক সংস্কার। এর পরবর্তী পর্যায়েই বিদেশির শাসনশৃঙ্খল থেকে দেশকে মুক্ত করার সাধনাই হল দেশবাসীর একমাত্র ধ্যান-জ্ঞান। এই যুগে মধুসূদন, হেমচন্দ্র, নবীনচন্দ্র, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্রের মতাে লেখক ও কবি, সুরেন্দ্রনাথ, শ্রীঅরবিন্দ, দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ, সুভাষচন্দ্র বসুর মতাে চিন্তানায়কদের আবির্ভাব ঘটে পরাধীন ভারতের বুকে এবং দেশপ্রেমের ঢেউয়ে আবেগাপ্লুত হয় সমগ্র দেশের মানুষ। এদেরই সােচ্চার ধ্বনিতে উদ্বুদ্ধ হয়ে শহীদ হন ক্ষুদিরাম-কানাইলাল-বিনয়-বাদল-দীনেশের মতাে কত শত যুবক। সন্ত্রাসবাদ, দেশব্যাপী অসহযােগ ও সত্যাগ্রহ, আগস্ট বিপ্লব, নৌবিদ্রোহের অভিঘাতে টলে উঠল ইংরেজ জাতির স্বর্ণসিংহাসন। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস দেশপ্রেমের এক জ্বলন্ত দৃষ্টান্ত। শুধুমাত্র পরাধীন দেশকে স্বাধীনতা দানেই দেশপ্রেমের চরিতার্থতা নয়, স্বাধীন দেশকে বহুবিধ সমস্যার নাগপাশ থেকে মুক্ত করে তাকে প্রগতিশীলতার পথে এগিয়ে নিয়ে যাওয়াই দেশপ্রেম। সর্বোপরি দেশবাসীকে দারিদ্র্য ও অশিক্ষার অন্ধকার থেকে আলােকে উত্তীর্ণ করাও দেশপ্রেমের বড়াে ধর্ম।