বাংলা নববর্ষ | পহেলা বৈশাখ - বাংলা রচনা | Bengali Essay on Bengali New Year | Bengali Paragraph Writing for Class III - VI বাংলা নববর্ষ বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। পহেলা বৈশাখ এ উৎসবটি পালিত হয়। পৃথিবীর যেখানে যত বাঙালি আছে, তারা সবাই উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ পালন করে। বাংলাদেশে এক সময় এই দিনে পূন্যহ অনুষ্ঠান হতো জাঁকজমকভাবে। এখন হালখাতা, মঙ্গল শোভাযাত্রা, কবিগান, যাত্রা, বৈশাখী মেলা, আবৃতি-নাচ গানে মুখরিত থাকে সারাদেশ। এদিনে আমরা একে অন্যকে বলি শুভ নববর্ষ। এদিনে শহর অঞ্চলেও পান্তা ইলিশ খাওয়ার চল হয়েছে ইদানিং। নববর্ষের দিনে ছেলেরা পাজামা-পাঞ্জাবি এবং মেয়েরা নানা রঙের শাড়ী পড়ে নববর্ষের আনন্দে মেতে ওঠে। চারদিকে তৈরি হয় এক বর্ণিল পরিবেশ। বাংলা নববর্ষ এখন আমাদের প্রধান জাতীয় উৎসব। বাংলা নববর্ষ | পহেলা বৈশাখ - বাংলা রচনা | Bengali Essay on Bengali New Year | Bengali Paragraph Writing for Class III - VI বাংলা নববর্ষ | পহেলা বৈশাখ - বাংলা রচনা | Bengali Essay on Bengali New Year | Bengali Paragraph Writing for Class III - VI
মহাকাশ অভিযান - বাংলা রচনা | Bengali Essay on Space Mission | Bangla Paragraph Writing for Class III - VI
![]() |
মহাকাশ অভিযান - বাংলা রচনা | Bengali Essay on Space Mission | Bangla Paragraph Writing for Class III - VI |
মহাকাশ অভিযান
মহাকাশে পাড়ি দেবার ইচ্ছা মানুষের বহু দিনের। বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে মানুষের মনের এই ইচ্ছা আরও দৃঢ় থেকে দৃঢ়তর হয়েছিল। তা ছাড়া মহাকাশ যাত্রার পথকে আরও সুগম করেছিলেন গ্যালিলিও, কেপলার, নিউটন প্রমুখ স্বনামধম্য বৈজ্ঞানিক তাদের নানা আবিষ্কারের মাধ্যমে। আধুনিক বিজ্ঞানের নবতম আবিষ্কার রকেটের সাহায্যেই মহাকাশ অভিযান সফল হয়েছে। ১৯৬১ সালে সােভিয়েট মহাকাশচারী ইউরি গ্যাগারিন মহাকাশে ভ্রমণ করে পৃথিবীতে ফিরে আসেন। তারপর রাশিয়া ও আমেরিকা নানাভাবে পরস্পরের প্রতিদ্বন্দ্বী হয়ে মহাকাশ অভিযানের চেষ্টা চালিয়ে গেছে। ঊনবিংশ শতাব্দীর নানা সময়ে এইভাবে মহাকাশ অভিযান হয়েছে এবং এখনওহচ্ছে। এই মহাকাশ অভিযানের ব্যাপারে আমাদের দেশও পিছিয়ে নেই। ভারতও বেশ কয়েকটি কৃত্রিম উপগ্রহ মহাকাশে উৎক্ষেপণ করেছে। তা ছাড়া দেশের নানা জায়গায় বেশ কয়েকটি মহাকাশ গবেষণা কেন্দ্র স্থাপন করেছে। ১৯৭৫ সালে ভারত প্রথম কৃত্রিম উপগ্রহ মহাকাশে উৎক্ষেপণ করেছিল। তারপর ১৯৭৯ সালে দ্বিতীয় বার। তা ছাড়া রােহিনী, ইনস্যাট পততি উপগ্রহকে ভারত মহাকাশে পাঠিয়েছে। ১৯৮৪ সালে ভারত প্রথম রাশিয়ার সহায়তায় মহাকাশে মানুষ পাঠায়। এইভাবে মহাকাশ অভিযানের ইচ্ছাকে মানুষ বিজ্ঞানের সাহায্যে করতলগতকরেছে আর এখন চেষ্টা করছে গ্রহে নক্ষত্রে যাবার।
![]() |
মহাকাশ অভিযান - বাংলা রচনা | Bengali Essay on Space Mission | Bangla Paragraph Writing for Class III - VI |
![]() |
মহাকাশ অভিযান - বাংলা রচনা | Bengali Essay on Space Mission | Bangla Paragraph Writing for Class III - VI |
![]() |
মহাকাশ অভিযান - বাংলা রচনা | Bengali Essay on Space Mission | Bangla Paragraph Writing for Class III - VI |