বাংলা নববর্ষ | পহেলা বৈশাখ - বাংলা রচনা | Bengali Essay on Bengali New Year | Bengali Paragraph Writing for Class III - VI বাংলা নববর্ষ বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। পহেলা বৈশাখ এ উৎসবটি পালিত হয়। পৃথিবীর যেখানে যত বাঙালি আছে, তারা সবাই উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ পালন করে। বাংলাদেশে এক সময় এই দিনে পূন্যহ অনুষ্ঠান হতো জাঁকজমকভাবে। এখন হালখাতা, মঙ্গল শোভাযাত্রা, কবিগান, যাত্রা, বৈশাখী মেলা, আবৃতি-নাচ গানে মুখরিত থাকে সারাদেশ। এদিনে আমরা একে অন্যকে বলি শুভ নববর্ষ। এদিনে শহর অঞ্চলেও পান্তা ইলিশ খাওয়ার চল হয়েছে ইদানিং। নববর্ষের দিনে ছেলেরা পাজামা-পাঞ্জাবি এবং মেয়েরা নানা রঙের শাড়ী পড়ে নববর্ষের আনন্দে মেতে ওঠে। চারদিকে তৈরি হয় এক বর্ণিল পরিবেশ। বাংলা নববর্ষ এখন আমাদের প্রধান জাতীয় উৎসব। বাংলা নববর্ষ | পহেলা বৈশাখ - বাংলা রচনা | Bengali Essay on Bengali New Year | Bengali Paragraph Writing for Class III - VI বাংলা নববর্ষ | পহেলা বৈশাখ - বাংলা রচনা | Bengali Essay on Bengali New Year | Bengali Paragraph Writing for Class III - VI
![]() |
দূরদর্শন - বাংলা রচনা | Bengali Essay on Television | Bangla Paragraph Writing for Class III - VI |
দূরদর্শন
টেলিভিশন বা দূরদর্শন নিঃসন্দেহে বিজ্ঞানের একটি অভাবনীয় দান। বেতার যন্ত্রের মাধ্যমে মানুষ শুধু কানে শুনে তৃপ্ত হতে পারেনি। তাই সৃষ্টি হয়েছে দূরদর্শনের। দূরদর্শনের মাধ্যমে মানুষ সরাসরি সবকিছু প্রত্যক্ষ করতে পারে। ভারতে দূরদর্শনের যুগের সূচনা ১৯৫৯ সালের ১৫ সেপ্টেম্বর। ১৯৬৫ সালের ১৫ আগস্ট নিয়মিত অনুষ্ঠান সূচির প্রবর্তন করা হয়েছে। ১৯৭৪ সালে কলকাতায় ইডেন উদ্যানে অনুষ্ঠিত ক্রিকেট খেলা প্রথম দেখানাে হয়েছিল। তারপর এখানে নিয়মিত ভাবে দূরদর্শন চালু হয়েছে ১৯৭৫ সালের ৯ আগস্ট থেকে। দূরদর্শনের মাধ্যমে মানুষ শিক্ষামূলক অনুষ্ঠান দেখতে পায়। তা ছাড়া ছাত্রদের জন্যে বিজ্ঞানভিত্তিক অনুষ্ঠান দূরদর্শনে দেখান হয়ে থাকে। আর সিনেমা, থিয়েটার, যাত্রা এই সব অনুষ্ঠান তাে আছেই সাধারণ মানুষের মনােরঞ্জনের জন্যে। বেতারযন্ত্র আগে যেমন প্রচারের মাধ্যম ছিল, এখন তার জায়গা দখল করেছে দূরদর্শন। অতি সম্প্রতি আমরা সূর্যগ্রহণের দৃশ্যগুলাে দূরদর্শনের মাধ্যমে প্রত্যক্ষ করে মনের আশা মিটিয়ে ছিলাম। এ ছাড়া পৃথিবীর যে কোনাে প্রান্তে যে কোনাে অনুষ্ঠান আমরা সহজেই ঘরে বসে দূরদর্শনের মাধ্যমে দেখতে পাচ্ছি। ইদানীং আবার রঙিন দূরদর্শন চালু হয়ে সাধারণ মানুষের কাছে এর জনপ্রিয়তা আরও বাড়িয়ে দিয়েছে।
![]() |
দূরদর্শন - বাংলা রচনা | Bengali Essay on Television | Bangla Paragraph Writing for Class III - VI |