গোরু - বাংলা রচনা | Bengali Essay on Cow | Bangla Paragraph Writing for Class III - VI গোরু গোরু গৃহপালিত প্রাণী I গোরুর চারটি পা, দুটি কান, দুটি চোখ ও একটি ল্যাজ আছে I মাথার ওপরে দুটি শিং আছে I গোবুর নীচের পাটিতে দাঁত আছে, ওপরের পাটিতে নেই । সাদা, কালো, লালচে, বাদামি ইত্যাদি নানা রং-এর গোরু দেখতে পাওয়া যায় ৷ গোরুর সারা শরীর লোম দিয়ে ঢাকা । গোবুর বাচ্চাকে বলে বাছুর I পুরুষ গোরুকে বলদ বা ষাঁড়ড বলে I আর স্ত্রী গোরুকে বলে গাভি I গোরু ঘাস,পাতা, খোল, ভূষি, ভাতের ফ্যান, তরকারির খােসা ইত্যাদি খায় I গোরু প্রায় ২০ | ২৫ বছর বাঁচে I গোরু অত্যন্ত উপকারী জীব I গোরুর দুধ থেকে দই, ছানা, মিষ্টি, মাখন, ঘি ইত্যাদি তৈরি হয় ৷ গোরুর মলকে গোবর বলে I গোবর থেকে ঘুঁটে, সার ইত্যাদি তৈরি হয় I গোরু এত উপকারী বলে হিন্দুরা একে দেবতাজ্ঞানে পূজাে করে ৷ গোরু - বাংলা রচনা | Bengali Essay on Cow | Bangla Paragraph Writing for Class III - VI গোরু - বাংলা রচনা | Bengali Essay on Cow | Bangla Paragraph Writing for Class III - VI গোরু - বাংলা রচনা | Bengali Essay on Cow | Ba...