বাংলা নববর্ষ | পহেলা বৈশাখ - বাংলা রচনা | Bengali Essay on Bengali New Year | Bengali Paragraph Writing for Class III - VI বাংলা নববর্ষ বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। পহেলা বৈশাখ এ উৎসবটি পালিত হয়। পৃথিবীর যেখানে যত বাঙালি আছে, তারা সবাই উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ পালন করে। বাংলাদেশে এক সময় এই দিনে পূন্যহ অনুষ্ঠান হতো জাঁকজমকভাবে। এখন হালখাতা, মঙ্গল শোভাযাত্রা, কবিগান, যাত্রা, বৈশাখী মেলা, আবৃতি-নাচ গানে মুখরিত থাকে সারাদেশ। এদিনে আমরা একে অন্যকে বলি শুভ নববর্ষ। এদিনে শহর অঞ্চলেও পান্তা ইলিশ খাওয়ার চল হয়েছে ইদানিং। নববর্ষের দিনে ছেলেরা পাজামা-পাঞ্জাবি এবং মেয়েরা নানা রঙের শাড়ী পড়ে নববর্ষের আনন্দে মেতে ওঠে। চারদিকে তৈরি হয় এক বর্ণিল পরিবেশ। বাংলা নববর্ষ এখন আমাদের প্রধান জাতীয় উৎসব। বাংলা নববর্ষ | পহেলা বৈশাখ - বাংলা রচনা | Bengali Essay on Bengali New Year | Bengali Paragraph Writing for Class III - VI বাংলা নববর্ষ | পহেলা বৈশাখ - বাংলা রচনা | Bengali Essay on Bengali New Year | Bengali Paragraph Writing for Class III - VI
সাম্প্রতিক কয়েকটি ভূমিকম্প - বাংলা রচনা | Bengali Essay on A Few Recent Earthquakes | Bangla Paragraph Writing for Class III - VI
![]() |
সাম্প্রতিক কয়েকটি ভূমিকম্প - বাংলা রচনা | Bengali Essay on A Few Recent Earthquakes | Bangla Paragraph Writing for Class III - VI |
সাম্প্রতিক কয়েকটি ভূমিকম্প
স্বাভাবিকভাবে মানুষের জীবনস্রোত প্রবাহিত হয় এই পৃথিবীতে। কিন্তু মাঝে মাঝে জীবনবিধাতা যেন এর ছন্দপতন ঘটাতে প্রাকৃতিক বিপর্যয়ের সৃষ্টি করেন। বন্যা, ঝড়ঝঞ্ঝা ও ভূমিকম্প হল প্রাকৃতিক বিপর্যয়। ফলে মানুষের জীবন ও সম্পত্তির বিপুল ক্ষতি হয়। আধুনিক যুগ বিজ্ঞানের যুগ। বিজ্ঞানের শক্তিবলে মানুষ প্রাকৃতিক শক্তিকে জয় করবার চেষ্টা করছে। তবুও মাঝে মাঝে সে হার মানে। মানুষ নিদারুণ ক্ষতিগ্রস্ত হয় বন্যা, ঝড়ঝঞ্ঝা ও ভূমিকম্পে। ভূমিকম্প প্রাকৃতিক বিপর্যয়ের সর্বশ্রেষ্ঠ শক্তি। পৃথিবীর অভ্যন্তরে হঠাৎ কোনাে কম্পন যদি ভূ-ত্বককে আন্দোলিত করে,তবে তাকেই বলা হয় ভূমিকম্প। শিলাস্তরে অতিরিক্ত চাপের ফলে ভূমিকম্প হয়। এ ছাড়া আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত কিংবা উল্কা ও ধমকেতুর সঙ্গে ভু-পৃষ্ঠের সংঘর্ষেও ভূমিকম্প হতে পারে। তবে শিলাস্তরে চাপ ও ভাঙনই ভূমিকম্পের প্রধান কারণ। পৃথিবীর দুটি বলয়ে হিমালয় ও আল্পস পার্বত্য বলয় এবং প্রশান্ত মহাসাগরের উভয় তীরস্থ বলয়ে ভূমিকম্প হয় বেশি। মনে রাখা দরকার, পৃথিবীতে জাপানে ভূমিকম্প হয় বেশি। যা হােক, ভূমিকম্পে মানুষ ও গবাদি পশুর প্রাণহানি ঘটে,—মানবিক সম্পদের নানা প্রকার ক্ষয়ক্ষতি ঘটে। বিজ্ঞানের আবিষ্কৃত যন্ত্রের সাহায্যে ভূকম্পের পূর্বাভাস জানা সম্ভব হলেও আজ পর্যন্ত ভূমিকম্পের ক্ষয়ক্ষতিকে মানুষ এড়াতে পারেনি। |ককেসাস অঞ্চলে ১৯৮৮ খ্রিস্টাব্দের ৮ ডিসেম্বর প্রলয়ংকর ভূমিকম্প হয়ে গিয়েছিল। ভারতীয় সময় বেলা ১টা ১১ মিনিটের সময় তীব্রবেগে কেঁপে উঠল ককেসাসের লেনিনাকান ও কিরােবাকান নামক দুটি শহর। কর্মরত শহরবাসীরা কয়েক মুহূর্ত আগেও জানত না তাদের অন্তিম কাল ঘনিয়ে আসছে। সহসা কেঁপে উঠল দারুণ রােষে ধরিত্রী, ফুলে উঠল জল, মুহুর্তের মধ্যেই নিশ্চিহ্ন হয়ে গেল বড়াে বড়াে অট্টালিকা। সংবাদে প্রকাশ বিগত আশি বছরের মধ্যে এমন ভূমিকম্প হয়নি পৃথিবীতে। ভারতের বুকে বিগত কয়েক বছরে কয়েকটি প্রলয়ংকরী ভূমিকম্প হয়ে গিয়েছে। গুজরাট ও মহারাষ্ট্রের ভূমিকম্প ভােলবার নয়। শতাব্দীর ইতিহাসে এই জাতীয় ভূমিকম্প বিরল। কত মানুষের যে মৃত্যু হয়েছে, আর কত সম্পত্তি যে ধ্বংস হয়েছে ওই ভূমিকম্পে, তার হিসাব রাখা দুষ্কর। বিজ্ঞান যতই উন্নতি করুক, প্রকৃতি যেন এখনও মাঝে মাঝে ভয়ংকর হয়ে উঠে তার ক্ষমতা প্রকাশ করতে চায়। মাটির গভীরতলের ষড়যন্ত্র মানুষ জানতে পারেনি। কিন্তু সুখের বিষয় আর্ত মানবতার সেবায় মানুষ শত্রুমিত্র ভেদাভেদ ভুলে গিয়ে দুর্গতদের পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন। এখানেই মানবতার জয়ধ্বজা উড্ডীন হয়েছে।
![]() |
সাম্প্রতিক কয়েকটি ভূমিকম্প - বাংলা রচনা | Bengali Essay on A Few Recent Earthquakes | Bangla Paragraph Writing for Class III - VI |
![]() |
সাম্প্রতিক কয়েকটি ভূমিকম্প - বাংলা রচনা | Bengali Essay on A Few Recent Earthquakes | Bangla Paragraph Writing for Class III - VI |
![]() |
সাম্প্রতিক কয়েকটি ভূমিকম্প - বাংলা রচনা | Bengali Essay on A Few Recent Earthquakes | Bangla Paragraph Writing for Class III - VI |