বাংলা নববর্ষ | পহেলা বৈশাখ - বাংলা রচনা | Bengali Essay on Bengali New Year | Bengali Paragraph Writing for Class III - VI বাংলা নববর্ষ বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। পহেলা বৈশাখ এ উৎসবটি পালিত হয়। পৃথিবীর যেখানে যত বাঙালি আছে, তারা সবাই উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ পালন করে। বাংলাদেশে এক সময় এই দিনে পূন্যহ অনুষ্ঠান হতো জাঁকজমকভাবে। এখন হালখাতা, মঙ্গল শোভাযাত্রা, কবিগান, যাত্রা, বৈশাখী মেলা, আবৃতি-নাচ গানে মুখরিত থাকে সারাদেশ। এদিনে আমরা একে অন্যকে বলি শুভ নববর্ষ। এদিনে শহর অঞ্চলেও পান্তা ইলিশ খাওয়ার চল হয়েছে ইদানিং। নববর্ষের দিনে ছেলেরা পাজামা-পাঞ্জাবি এবং মেয়েরা নানা রঙের শাড়ী পড়ে নববর্ষের আনন্দে মেতে ওঠে। চারদিকে তৈরি হয় এক বর্ণিল পরিবেশ। বাংলা নববর্ষ এখন আমাদের প্রধান জাতীয় উৎসব। বাংলা নববর্ষ | পহেলা বৈশাখ - বাংলা রচনা | Bengali Essay on Bengali New Year | Bengali Paragraph Writing for Class III - VI বাংলা নববর্ষ | পহেলা বৈশাখ - বাংলা রচনা | Bengali Essay on Bengali New Year | Bengali Paragraph Writing for Class III - VI
বাংলার গ্রামের হাট - বাংলা রচনা | Bengali Essay on Market of Bengal Village | Bangla Paragraph Writing for Class III - VI
![]() |
বাংলার গ্রামের হাট - বাংলা রচনা | Bengali Essay on Market of Bengal Village | Bangla Paragraph Writing for Class III - VI |
বাংলার গ্রামের হাট
গ্রামের পর গ্রাম ছড়িয়ে আছে দূরে দূরে I তার মাঝে হাট I এই হাটে চলে ‘ ‘নিত্য নাটের খেলা I” সপ্তাহে একদিন কি দু-দিন হাট বসে I হাটে গ্রামের মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয়-বিক্রয় করে I গ্রামের মানুষের মিলনস্থল ও এই হাট। সপ্তাহের বিশেষ বিশেষ দিনে দূর- দুরান্তের মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় ; সুখ- দুঃখের কত ভাব-বিনিময় চলে এবং কতখবরাখবর লেনদেন হয় এর - ওরমাধ্যমে। খােলা জায়গায়,নদী বা রাস্তার ধারে এই হাটবসে। কিছু গাছগাছড়া এখানেসেখানে ছায়া নিয়ে দাঁড়িয়ে থাকে। মাঝে ছড়িয়েথাকে অনেক দোচালা ঘর।ভোরের আলাে ফুটতে না ফুটতেইদোকানিরা আসে;আসে কত গ্রামের মানুষ—কেউ শাকসবজি, আনাজ-তরকারি, কেউ নিত্য প্রয়ােজনীয় জিনিস কিনতে।আর আসে পাইকাররা গ্রামের হাট থেকে নিত্য প্রয়ােজনীয় জিনিসপত্র সস্তায় কিনে শহরের বাজারে চালান করতে।হাটে-আনা শাকসবজি দেখে সন্তানহারা মাঠগুলাের কথাই মনে পড়ে। মনে হয়, মাঠগুলো যেন কাঁদছে ; ফসলগুলােও মা-হারা হয়ে কঁদছে। চালহাটায় ধান চাল, তরকারি হাটায় শাকসবজি - অনাজ, মুরগি হাটায় দুধ-দই-ঘি-ছানা। এর সবই খােলা জায়গায় বসে। দোচালা ঘরগুলােতে জাঁকিয়ে বসে মুদি দোকানিরা। সারাদিন ধরে কেনাবেচা চলে। সূর্য মাঠের শেষে গাঁয়ের মাথায় ঢলে পড়ে। ক্রেতা- বিক্রেতারা একে একে নিজ নিজ বাড়িতে ফিরে আসে। খোলা আকাশের নীচে একা হাট ঝিমোতে থাকে।
![]() |
বাংলার গ্রামের হাট - বাংলা রচনা | Bengali Essay on Market of Bengal Village | Bangla Paragraph Writing for Class III - VI |
![]() |
বাংলার গ্রামের হাট - বাংলা রচনা | Bengali Essay on Market of Bengal Village | Bangla Paragraph Writing for Class III - VI |
![]() |
বাংলার গ্রামের হাট - বাংলা রচনা | Bengali Essay on Market of Bengal Village | Bangla Paragraph Writing for Class III - VI |