বাংলা নববর্ষ | পহেলা বৈশাখ - বাংলা রচনা | Bengali Essay on Bengali New Year | Bengali Paragraph Writing for Class III - VI বাংলা নববর্ষ বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। পহেলা বৈশাখ এ উৎসবটি পালিত হয়। পৃথিবীর যেখানে যত বাঙালি আছে, তারা সবাই উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ পালন করে। বাংলাদেশে এক সময় এই দিনে পূন্যহ অনুষ্ঠান হতো জাঁকজমকভাবে। এখন হালখাতা, মঙ্গল শোভাযাত্রা, কবিগান, যাত্রা, বৈশাখী মেলা, আবৃতি-নাচ গানে মুখরিত থাকে সারাদেশ। এদিনে আমরা একে অন্যকে বলি শুভ নববর্ষ। এদিনে শহর অঞ্চলেও পান্তা ইলিশ খাওয়ার চল হয়েছে ইদানিং। নববর্ষের দিনে ছেলেরা পাজামা-পাঞ্জাবি এবং মেয়েরা নানা রঙের শাড়ী পড়ে নববর্ষের আনন্দে মেতে ওঠে। চারদিকে তৈরি হয় এক বর্ণিল পরিবেশ। বাংলা নববর্ষ এখন আমাদের প্রধান জাতীয় উৎসব। বাংলা নববর্ষ | পহেলা বৈশাখ - বাংলা রচনা | Bengali Essay on Bengali New Year | Bengali Paragraph Writing for Class III - VI বাংলা নববর্ষ | পহেলা বৈশাখ - বাংলা রচনা | Bengali Essay on Bengali New Year | Bengali Paragraph Writing for Class III - VI
আমাদের পরিবেশ - বাংলা রচনা | Bengali Essay on Our Environment | Bangla Paragraph Writing for Class III - VI
![]() |
আমাদের পরিবেশ - বাংলা রচনা | Bengali Essay on Our Environment | Bangla Paragraph Writing for Class III - VI |
আমাদের পরিবেশ
বিশ্বের পরিবেশ নিয়ে বৈজ্ঞানিক, পরিবেশবিদ ও সচেতন মানুষের উদ্বিগ্নতা ক্রমশ বাড়ছে। সম্মিলিত রাষ্ট্রপুঞ্জ পরিবেশ সচেতনতা বাড়াতে ও দূষণের বিপদ সম্পর্কে মানুষকে সচেতন করতে জুন মাসের ৫ তারিখকে বিশ্ব পরিবেশ দিবস হিসাবে চিহ্নিত করেছে। ওই দিন সরা বিশ্বজুড়ে পরিবেশ সচেতনতার নানা কর্মসূচি পালিত হয়, কিন্তু শুধু একটি দিনকে পরিবেশ দিবস হিসাবে পালন করলেই পরিবেশ দূষণ বন্ধ করা যাবে না বা পরিবেশ দূষণ জনিত বিপদও এড়ানাে সম্ভব হবে না। এ বিষয়ে প্রতিনিয়ত প্রচার ও আন্দোলন করা প্রয়ােজন। পরিবেশ বিকৃতি ও পরিবেশ দূষণ বিভিন্ন কারণে ঘটছে তার কিছু কারণ প্রাকৃতিক আর কিছু হল মনুষ্যসৃষ্ট। প্রাকৃতিক কারণগুলির মধ্যে রয়েছে বন্যা, জলােচ্ছ্বাস (সুনামি ও অন্যান্য), দাবানল, আগ্নেয়গিরির অন্নুৎপাত ও উদ্গীরণ, ভূমিকম্প ইত্যাদি। আমাদের সবচেয়ে ভয়ের কথা হল আমাদের নিজেদের তৈরি করা দূষণ যার প্রভাব এখন মানবজাতির অস্তিত্বের সংকট ডেকে আনছে। এই কারণেই বৈজ্ঞানিকদের ও পরিবেশ সচেতন মানুষের এত উদ্বেগ। একটু বুঝে নেওয়া যেতে পারে পরিবেশ ব্যাপারটা কী? সাধারণভাবে বলা যায়, পরিবেশ হল আমারে চারপাশের জৈব ও অজৈব বস্তুসমূহ। তাদের পারস্পরিক বিন্যাস এবং ক্রিয়া-প্রতিক্রিয়া। এর মধ্যে রয়েছে উদ্ভিদজগত, প্রাণীজগত, মাটি, জল, বায়ুমণ্ডল প্রভৃতি যত কিছু আমাদের ঘিরে রয়েছে। আমরা আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে এই পৃথিবীর ও তার পরিবেশকে উত্তরাধিকার হিসাবে পেয়েছি। একে রক্ষা করা এবং পরবর্তী প্রজন্মের হাতে দূষণমুক্ত অবস্থায় তুলে দেওয়া আমাদের অবশ্য পালনীয় দায়িত্ব ও কর্তব্য। অন্যথায় আমরা আমাদের ভবিষ্যত প্রজন্মকে বিপদাপন্ন করার দায়ে অভিযুক্ত হব। মনুষ্যসৃষ্ট দূষণের কারণ হল, বিশ্বের কিছু সম্পদশালী মানুষের সীমাহীন লােভ, ভােগবাসনা। তাদের লােভ ও ভােগের দাবি মেটাতে পরিবেশ ধ্বংস হচ্ছে। ক্ষমতাবানদের জন্য কাঠ ও জ্বালানির যােগান দিতে গিয়ে পৃথিবীর মূল্যবান অরণ্য উজাড় হয়ে যাচ্ছে, বিলুপ্ত হচ্ছে অরণ্যের আশ্রয়ে থাকা বন্য প্রাণীকুল। আরও বহু প্রাণী ও উদ্ভিদ বিলুপ্তির মুখে এসে দাঁড়িয়েছে। জলসম্পদের অপচয় ও অপব্যবহার ইতিমধ্যেই জলসংকট সৃষ্টি করেছে। পরিবেশ ভাবনা বিহীন প্রযুক্তির ফলে শিল্প ও কৃষি থেকে তৈরি হওয়া বর্জ্যপদার্থ মাটি, জল ও বায়ুমণ্ডলে মিশে পরিমণ্ডলকে ক্রমাগত দূষিত করে তুলছে এবং আমরা নানান রােগের শিকার হয়ে চলেছি।
![]() |
আমাদের পরিবেশ - বাংলা রচনা | Bengali Essay on Our Environment | Bangla Paragraph Writing for Class III - VI |
![]() |
আমাদের পরিবেশ - বাংলা রচনা | Bengali Essay on Our Environment | Bangla Paragraph Writing for Class III - VI |
![]() |
আমাদের পরিবেশ - বাংলা রচনা | Bengali Essay on Our Environment | Bangla Paragraph Writing for Class III - VI |