বাংলা নববর্ষ | পহেলা বৈশাখ - বাংলা রচনা | Bengali Essay on Bengali New Year | Bengali Paragraph Writing for Class III - VI বাংলা নববর্ষ বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। পহেলা বৈশাখ এ উৎসবটি পালিত হয়। পৃথিবীর যেখানে যত বাঙালি আছে, তারা সবাই উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ পালন করে। বাংলাদেশে এক সময় এই দিনে পূন্যহ অনুষ্ঠান হতো জাঁকজমকভাবে। এখন হালখাতা, মঙ্গল শোভাযাত্রা, কবিগান, যাত্রা, বৈশাখী মেলা, আবৃতি-নাচ গানে মুখরিত থাকে সারাদেশ। এদিনে আমরা একে অন্যকে বলি শুভ নববর্ষ। এদিনে শহর অঞ্চলেও পান্তা ইলিশ খাওয়ার চল হয়েছে ইদানিং। নববর্ষের দিনে ছেলেরা পাজামা-পাঞ্জাবি এবং মেয়েরা নানা রঙের শাড়ী পড়ে নববর্ষের আনন্দে মেতে ওঠে। চারদিকে তৈরি হয় এক বর্ণিল পরিবেশ। বাংলা নববর্ষ এখন আমাদের প্রধান জাতীয় উৎসব। বাংলা নববর্ষ | পহেলা বৈশাখ - বাংলা রচনা | Bengali Essay on Bengali New Year | Bengali Paragraph Writing for Class III - VI বাংলা নববর্ষ | পহেলা বৈশাখ - বাংলা রচনা | Bengali Essay on Bengali New Year | Bengali Paragraph Writing for Class III - VI
জনপ্রিয় প্রতিযোগিতা: ক্যুইজ - বাংলা রচনা | Bengali Essay on Popular Competition: Quiz | Bangla Paragraph Writing for Class III - VI
![]() |
জনপ্রিয় প্রতিযোগিতা: ক্যুইজ - বাংলা রচনা | Bengali Essay on Popular Competition: Quiz | Bangla Paragraph Writing for Class III - VI |
জনপ্রিয় প্রতিযোগিতা: ক্যুইজ
বর্তমান 'ক্যুইজ’ শব্দটির সঙ্গে ছাত্রসমাজ ও সাধারণ মানুষ বিশেষভাবে পরিচিত। ছাত্রসমাজের আকর্ষণ ক্যুইজের প্রতি খুবই বেড়ে গেছে। 'ক্যুইজ’ ইংরেজি শব্দ। এর অর্থ হল হালকা ও সহজভাবে বুদ্ধির খেলা। খেলাচ্ছলে বিচিত্র জ্ঞান-বিজ্ঞান শিক্ষার একটি বিশিষ্ট প্রক্রিয়া হল ক্যুইজ। ক্যুইজ প্রতিযােগিতা এখন বেশ চালু হয়ে গেছে। এর সাহায্যে জ্ঞান-বিজ্ঞানের নানা বিষয়ে যথেষ্ট জ্ঞান অর্জন করা যায়।ক্যুইজ হল জ্ঞানের এক-একটি হীরকখণ্ড। নানা বিষয়ে মােটামুটিভাবে জ্ঞান লাভ করা যায় ক্যুইজের মাধ্যমে। আজকাল স্কুলে দু-দল ছাত্রছাত্রীর মধ্যে ক্যুইজ প্রতিযােগিতা অনুষ্ঠিত হয়। একজন বিচারক থাকেন তাকে বলা হয় ক্যুইজ-মাস্টার। তিনি ছাত্রছাত্রীদের নানা প্রশ্ন করেন। যে পক্ষ বেশি নম্বর পায়, তারাই বিজয়ী বলে ঘােষিত হয়। আজকাল রেডিয়াে, দূরদর্শন, স্কুলকলেজে ক্যুইজ প্রতিযােগিতা অনুষ্ঠিত হয়। এর ফলে ক্যুইজের প্রতি শহর ও গ্রামাঞ্চলের লােকের আকর্ষণ বেড়ে গেছে। ক্যুইজের ফলে শহর ও গ্রামের লােকেরা নানা বিষয়ে অনেক কিছু জানতে পারছে। ক্যুইজ নানা ধরনের হয়। ক্যুইজের মধ্যে বিষয়বস্তুগত বৈচিত্র্য থাকে। ইতিহাস, বিজ্ঞান, ভূগােল, সাহিত্য, রাষ্ট্রনীতি, অর্থনীতি, ধর্ম ও দর্শন, সংগীত প্রভৃতি নানা বিষয় এখন ক্যুইজের পরিধি বিস্তৃত করেছে। এক কথায় ক্যুইজ এখন জনচিত্তকে বিপুলভাবে আকৃষ্ট করছে। ক্যুইজের বিরুদ্ধে এখন অনেক বিরুদ্ধ সমালােচনাও হচ্ছে। অনেকের মতে ক্যুইজ ছাত্রছাত্রীদের স্বাধীন চিন্তা ও বুদ্ধিবৃত্তিকে নষ্ট করে দিচ্ছে। ক্যুইজের দ্বারা সামগ্রিকভাবে কোনাে বিষয়ে জ্ঞান লাভ করা যায় না। বিচ্ছিন্নভাবে কোনাে কোনাে বিষয়ের কিছু কিছু জানা যায় মাত্র। তার উত্তরে অনেকে বলেন, যতটুকু জানা যায় ততটুকুই ভালাে। মােটে কিছু না-জানার থেকে অল্প কিছু জানা কোনাে দোষের ব্যাপার নয়। বর্তমানে কর্মব্যস্ত সাধারণ মানুষের কোনাে বিষয়ে ব্যাপক বা সামগ্রিকভাবে জানার সুযােগও কম। ক্যুইজ মানুষকে নানা বিষয়ে জ্ঞানের কণিকা উপহার দিচ্ছে। এটাই চরম কথা। ক্যুইজ নিয়ে নানা বিষয়ে পুস্তকও আজকাল রচিত হচ্ছে। ছাত্রছাত্রী ও সাধারণ মানুষের কাছে সেগুলি বেশ জনপ্রিয় হয়েছে।বর্তমানে ক্যুইজকে জনপ্রিয় করে তােলার জন্য বিশেষভাবে নজর দেওয়া হয়েছে। আধুনিক যুগ দারুণ কর্মব্যস্ততার যুগ। মানুষের হাতে সময় খুবই কম। এই যন্ত্রযুগে ক্যুইজের মাধ্যমে অল্প সময়ে নানাবিষয়ে জ্ঞানলাভের সুযােগ পাচ্ছে। ক্যুইজ হল খেলাচ্ছলে জ্ঞানশিক্ষা। তাই ক্যুইজ একই সঙ্গে জ্ঞান ও আনন্দ বিতরণ করছে। এর মূল্য অস্বীকার করার উপায় নেই। কিছু না-জানার থেকে অল্প-কিছু জানা অনেক ভালাে। ক্যুইজ সেই অল্প কিছুকে জানায়। শুধু এই নয়, ক্যুইজ আরাে বেশি কিছু জানার আগ্রহ সৃষ্টি করে জনচিত্তে।
![]() |
জনপ্রিয় প্রতিযোগিতা: ক্যুইজ - বাংলা রচনা | Bengali Essay on Popular Competition: Quiz | Bangla Paragraph Writing for Class III - VI |
![]() |
জনপ্রিয় প্রতিযোগিতা: ক্যুইজ - বাংলা রচনা | Bengali Essay on Popular Competition: Quiz | Bangla Paragraph Writing for Class III - VI |
![]() |
জনপ্রিয় প্রতিযোগিতা: ক্যুইজ - বাংলা রচনা | Bengali Essay on Popular Competition: Quiz | Bangla Paragraph Writing for Class III - VI |