বাংলা নববর্ষ | পহেলা বৈশাখ - বাংলা রচনা | Bengali Essay on Bengali New Year | Bengali Paragraph Writing for Class III - VI বাংলা নববর্ষ বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। পহেলা বৈশাখ এ উৎসবটি পালিত হয়। পৃথিবীর যেখানে যত বাঙালি আছে, তারা সবাই উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ পালন করে। বাংলাদেশে এক সময় এই দিনে পূন্যহ অনুষ্ঠান হতো জাঁকজমকভাবে। এখন হালখাতা, মঙ্গল শোভাযাত্রা, কবিগান, যাত্রা, বৈশাখী মেলা, আবৃতি-নাচ গানে মুখরিত থাকে সারাদেশ। এদিনে আমরা একে অন্যকে বলি শুভ নববর্ষ। এদিনে শহর অঞ্চলেও পান্তা ইলিশ খাওয়ার চল হয়েছে ইদানিং। নববর্ষের দিনে ছেলেরা পাজামা-পাঞ্জাবি এবং মেয়েরা নানা রঙের শাড়ী পড়ে নববর্ষের আনন্দে মেতে ওঠে। চারদিকে তৈরি হয় এক বর্ণিল পরিবেশ। বাংলা নববর্ষ এখন আমাদের প্রধান জাতীয় উৎসব। বাংলা নববর্ষ | পহেলা বৈশাখ - বাংলা রচনা | Bengali Essay on Bengali New Year | Bengali Paragraph Writing for Class III - VI বাংলা নববর্ষ | পহেলা বৈশাখ - বাংলা রচনা | Bengali Essay on Bengali New Year | Bengali Paragraph Writing for Class III - VI
ছাত্রজীবন - বাংলা রচনা | Bengali Essay on Student Life | Bangla Paragraph Writing for Class III - VI
![]() |
ছাত্রজীবন - বাংলা রচনা | Bengali Essay on Student Life | Bangla Paragraph Writing for Class III - VI |
ছাত্রজীবন
ছাত্রজীবন মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই সময়ে আমরা বিভিন্ন বিষয়ে জ্ঞানার্জন করে ভবিষ্যতের দিকে এগিয়ে যাই। ছাত্রজীবনের মূল লক্ষ্য হল পড়াশােনা। কিন্তু পড়াশােনার সঙ্গে সঙ্গে নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা, অভিভাবক এবং শিক্ষক ও শিক্ষিকাদের প্রতি আনুগত্য—এগুলিও আমাদের শিক্ষণীয় বিষয় বলে বিবেচিত হওয়া প্রয়ােজন। যে সমস্ত মহাপুরুষ নিজেদের মহৎ কর্মের ফলে আমাদের কাছে প্রাতঃস্মরণীয় হয়ে আছেন তারা প্রত্যেকেই শিক্ষার সঙ্গে শৃঙ্খলা, আনুগত্য ও নিয়মানুবর্তিতা ইত্যাদিকে সদগুণ হিসাবে গ্রহণ করেছিলেন। বাল্যকালে শিক্ষার্থীদের মন থাকে অপরিণত, তাই তাদের সে সময় বিপথগামী হওয়ার যথেষ্ট সম্ভবনা থাকে। নানা ব্যক্তি ও প্রতিষ্ঠানের চাপে পড়ে বহু শিক্ষার্থীর জীবন কু-সংসর্গে নষ্ট হয়ে যায়। তাই শিক্ষার্থীদের প্রতিদিনের চলার পথে এমন মানুষের সঙ্গে সংস্রব গড়ে তােলা উচিত, যাতে তারা বিভ্রান্ত হয়ে ভুল পথের দিকে পরিচালিত না হয়। এ ব্যাপারে মা-বাবা ও শিক্ষক শিক্ষিকাদের পরামর্শ অতি অবশ্যই মেনে চলা উচিত। ছাত্রজীবন যদি সুদৃঢ় ভিত্তির উপর গড়ে না ওঠে তাহলে ভবিষ্যৎ জীবন কখনােই সবল ও শক্তিশালী হয়ে উঠতে পারে না।
![]() |
ছাত্রজীবন - বাংলা রচনা | Bengali Essay on Student Life | Bangla Paragraph Writing for Class III - VI |
![]() |
ছাত্রজীবন - বাংলা রচনা | Bengali Essay on Student Life | Bangla Paragraph Writing for Class III - VI |
![]() |
ছাত্রজীবন - বাংলা রচনা | Bengali Essay on Student Life | Bangla Paragraph Writing for Class III - VI |