বাংলা নববর্ষ | পহেলা বৈশাখ - বাংলা রচনা | Bengali Essay on Bengali New Year | Bengali Paragraph Writing for Class III - VI বাংলা নববর্ষ বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। পহেলা বৈশাখ এ উৎসবটি পালিত হয়। পৃথিবীর যেখানে যত বাঙালি আছে, তারা সবাই উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ পালন করে। বাংলাদেশে এক সময় এই দিনে পূন্যহ অনুষ্ঠান হতো জাঁকজমকভাবে। এখন হালখাতা, মঙ্গল শোভাযাত্রা, কবিগান, যাত্রা, বৈশাখী মেলা, আবৃতি-নাচ গানে মুখরিত থাকে সারাদেশ। এদিনে আমরা একে অন্যকে বলি শুভ নববর্ষ। এদিনে শহর অঞ্চলেও পান্তা ইলিশ খাওয়ার চল হয়েছে ইদানিং। নববর্ষের দিনে ছেলেরা পাজামা-পাঞ্জাবি এবং মেয়েরা নানা রঙের শাড়ী পড়ে নববর্ষের আনন্দে মেতে ওঠে। চারদিকে তৈরি হয় এক বর্ণিল পরিবেশ। বাংলা নববর্ষ এখন আমাদের প্রধান জাতীয় উৎসব। বাংলা নববর্ষ | পহেলা বৈশাখ - বাংলা রচনা | Bengali Essay on Bengali New Year | Bengali Paragraph Writing for Class III - VI বাংলা নববর্ষ | পহেলা বৈশাখ - বাংলা রচনা | Bengali Essay on Bengali New Year | Bengali Paragraph Writing for Class III - VI
ভারতে নদীর গুরুত্ব - বাংলা রচনা | Bengali Essay on The Importance of Rivers in India | Bangla Paragraph Writing for Class III - VI
![]() |
ভারতে নদীর গুরুত্ব - বাংলা রচনা | Bengali Essay on The Importance of Rivers in India | Bangla Paragraph Writing for Class III - VI |
ভারতে নদীর গুরুত্ব
উচ্চ পর্বত বা উচ্চভূমি থেকে নির্গত হয়ে নদী যখন সুদীর্ঘ অঞ্চলের মধ্য দিয়ে সাগরের দিকে প্রবাহিত হয়, তখন তা অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য সৃষ্টি করে। কিন্তু শুধু প্রাকৃতিক শােভা সৃষ্টি করাই নদীর কাজ নয়। মানবসভ্যতায় নদীর অন্যান্য গুরুত্ব অসীম। বিশেষত সুপ্রাচীনকাল থেকেই ভারতীয় সভ্যতায় নদীর গুরুত্ব অপরিসীম। ভারতের সর্বাপেক্ষা প্রাচীন সভ্যতা সিন্ধু সভ্যতা সিন্ধু নদীর উপত্যকায় গড়ে উঠেছিল। বৈদিক সভ্যতার কালেও নদীর তীরেই অধিকাংশ রাজধানী ও নগর স্থাপিত হয়েছিল। দৃষ্টান্তস্বরূপ গঙ্গানদীর তীরে অবস্থিত কাশী, পাটলিপুত্র ইত্যাদি নগরের নাম উল্লেখ করা যায়। এছাড়া নদীগুলি যাতায়াতের এবং মালপত্র পরিবহনের প্রধান উপায় ছিল। দক্ষিণ ভারতের নদীগুলিতে বছরের সবসময় পর্যাপ্ত জল থাকে না এবং আরও নানা কারণে এগুলি সারাবছর পরিবহনের উপযুক্ত থাকে না। কিন্তু উত্তর ভারতের গঙ্গা, ব্ৰত্মপুত্র এবং অন্যান্য বহু নদীতে সারাবছর প্রচুর জল থাকে বলে পরিবহন, জলসেচ ইত্যাদি কাজে এগুলি প্রভূত উপকার করে।বর্তমান যুগেও নদী প্রাচীনকালের মতােই মানবসভ্যতার সেবা করছে। কলকাতা মহানগরী হুগলি নদীর তীরে অবস্থিত। এই হুগলি নদীর দুই তীরেই পৃথিবীর অন্যতম বৃহৎ শিল্পাঞল অবস্থিত। অসমের ডিব্ৰুগড়, গুয়াহাটি ইত্যাদি শহর ব্রম্মপুত্র নদীর তীরে অবস্থিত। উত্তর ভারতের বিখ্যাত কানপুর শিল্পনগরী গঙ্গার তীরে অবস্থিত। শিল্পের জন্য মালপত্র এবং প্রচুর লােকজন পরিবহনের কাজে বর্তমান যুগেও নদীগুলির গুরুত্ব যথেষ্ট। হুগলি নদীর দুই তীরে যেসব পাটকল ও অন্যান্য কারখানা আছে, সেগুলি নদীর বুকে জেটি তৈরি করে যেভাবে কাঁচাপাট ও অন্যান্য মালপত্র তুলবার ব্যবস্থা করছে, তা বেশ আকর্ষণীয় দৃশ্য। নদীগুলি জলসেচের কাজেও প্রচুর সাহায্য করে। নদী থেকে খাল কেটে শস্যক্ষেত্র পর্যন্ত জলধারা প্রবাহিত করে ভারতে বিপুল পরিমাণ কৃষিকাজ করা হয়। তা ছাড়া নদীর প্রাথমিক গতির তীব্রতাকে কাজে লাগিয়ে ও উচ্চস্থানে নদীতে বাঁধ দিয়ে ভারতে যে পরিমাণ জলবিদ্যুৎ উৎপাদন করা হয়, তা রীতিমতাে উল্লেখযােগ্য। নদীগুলি থেকে প্রচুর পরিমাণ মাছও পাওয়া যায়। কলকাতা, কানপুর, বারাণসী, গুয়াহাটি ইত্যাদি শহরের কাছে স্টিমলঞ্চ, স্টিমার, নৌকা প্রভৃতির দ্বারা লক্ষ লক্ষ লােকের পরিবহন কাজ হয়।। দুঃখের বিষয়—কারখানাগুলি থেকে, স্টিমার ইত্যাদি থেকে এবং অন্যান্যভাবে বর্তমানে নদীগুলির বিশেষত গঙ্গানদীর জল দূষিত হয়ে উঠেছে। সরকার গঙ্গানদীর দূষণরােধে ব্যবস্থা অবলম্বন করেছে। তবে এ-ব্যাপারে জনসাধারণের সহযােগিতাও প্রয়ােজন।যদি নদীগুলিকে পরিচ্ছন্ন রাখা যায়, তবে সেগুলি প্রবহমান কালের মতাে বর্তমান যুগেও মানুষের উপকার করবে। আর নদীর জল যদি দূষিত হয়ে চলে, তা মানুষের সর্বনাশ ডেকে আনবে।
![]() |
ভারতে নদীর গুরুত্ব - বাংলা রচনা | Bengali Essay on The Importance of Rivers in India | Bangla Paragraph Writing for Class III - VI |
![]() |
ভারতে নদীর গুরুত্ব - বাংলা রচনা | Bengali Essay on The Importance of Rivers in India | Bangla Paragraph Writing for Class III - VI |
![]() |
ভারতে নদীর গুরুত্ব - বাংলা রচনা | Bengali Essay on The Importance of Rivers in India | Bangla Paragraph Writing for Class III - VI |