বাংলা নববর্ষ | পহেলা বৈশাখ - বাংলা রচনা | Bengali Essay on Bengali New Year | Bengali Paragraph Writing for Class III - VI বাংলা নববর্ষ বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। পহেলা বৈশাখ এ উৎসবটি পালিত হয়। পৃথিবীর যেখানে যত বাঙালি আছে, তারা সবাই উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ পালন করে। বাংলাদেশে এক সময় এই দিনে পূন্যহ অনুষ্ঠান হতো জাঁকজমকভাবে। এখন হালখাতা, মঙ্গল শোভাযাত্রা, কবিগান, যাত্রা, বৈশাখী মেলা, আবৃতি-নাচ গানে মুখরিত থাকে সারাদেশ। এদিনে আমরা একে অন্যকে বলি শুভ নববর্ষ। এদিনে শহর অঞ্চলেও পান্তা ইলিশ খাওয়ার চল হয়েছে ইদানিং। নববর্ষের দিনে ছেলেরা পাজামা-পাঞ্জাবি এবং মেয়েরা নানা রঙের শাড়ী পড়ে নববর্ষের আনন্দে মেতে ওঠে। চারদিকে তৈরি হয় এক বর্ণিল পরিবেশ। বাংলা নববর্ষ এখন আমাদের প্রধান জাতীয় উৎসব। বাংলা নববর্ষ | পহেলা বৈশাখ - বাংলা রচনা | Bengali Essay on Bengali New Year | Bengali Paragraph Writing for Class III - VI বাংলা নববর্ষ | পহেলা বৈশাখ - বাংলা রচনা | Bengali Essay on Bengali New Year | Bengali Paragraph Writing for Class III - VI
একটি গরিব ছাত্রের অধ্যবসায় - বাংলা রচনা | Bengali Essay on The Perseverance of a Poor Student | Bangla Paragraph Writing for Class III - VI
![]() |
একটি গরিব ছাত্রের অধ্যবসায় - বাংলা রচনা | Bengali Essay on The Perseverance of a Poor Student | Bangla Paragraph Writing for Class III - VI |
একটি গরিব ছাত্রের অধ্যবসায়
এক গরিব প্রাথমিক শিক্ষকের ছেলে আমি। তাই ছেলেবেলা থেকেই অভাব- অনটনের মধ্যেই মানুষ হয়েছি। এই অভাব আমার শিক্ষার পথে কোনােদিনই প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারেনি। আমার বাবার মাসান্তিক বেতনে আমাদের বৃহৎ পরিবারের ভরণপােষণ চলে কিন্তু আমার বাবা কোনােদিনই এই ব্যাপারটিকে ভাগ্যের দোষ বলে আক্ষেপ করেননি। তার কাছেই আমি শিখেছি, কখনও নিজের দুঃখকষ্টকে বড়াে করে দেখা উচিত নয়। চোখের সামনে বাবার আদর্শ আছে বলেই সংসারে অভাব-অনটন থাকা সত্ত্বেও আমি জীবন সম্পর্কে আশাবাদী। আমার সামর্থ্য না থাকলেও আমি আমার থেকে দুঃস্থ ছাত্রদের যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করি। এক গরিব ছাত্র হিসাবে আমার কথা খুব একটা মূল্যবান নয়। আমার পরিবার, আমার প্রতিবেশী, আমার শিক্ষক মহাশয়গণ ও সহপাঠীদের কাছ থেকে আমি যে ভালােবাসা ও সহানুভূতি প্রতিমুহূর্তে লাভ করি, তার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ। একটা কথা আমাদের সকলেরই মনে রাখতে হবে, আমার মতাে আমাদের এই দরিদ্র ভারতবর্ষে বহু দুঃস্থ ছাত্র আছে অভাব-অনটনে যাদের শিক্ষাজীবন মাঝপথেই সমাপ্ত হয়ে যায়; এমন বহু গরিব মানুষ আছে যাদের শিক্ষা তাে দূরের কথা, দুবেলা অন্নের সংস্থানও হয় না,
আমাদের প্রত্যেকেরই তাদের পাশে এসে দাঁড়াতে হবে, তাদের সমস্যাগুলিকে দূর করে তাদের অন্তর্হিত শক্তি ও সম্ভাবনার পুনর্জাগরণ ঘটাতে হবে। তাদের অনুভব করাতে হবে যে তারাও মানুষ, তাদেরও বেঁচে থাকার অধিকার আছে। এদেশের সুপ্ত সম্পদ তাদের মধ্যেই লুকিয়ে রয়েছে।
![]() |
একটি গরিব ছাত্রের অধ্যবসায় - বাংলা রচনা | Bengali Essay on The Perseverance of a Poor Student | Bangla Paragraph Writing for Class III - VI |
![]() |
একটি গরিব ছাত্রের অধ্যবসায় - বাংলা রচনা | Bengali Essay on The Perseverance of a Poor Student | Bangla Paragraph Writing for Class III - VI |
![]() |
একটি গরিব ছাত্রের অধ্যবসায় - বাংলা রচনা | Bengali Essay on The Perseverance of a Poor Student | Bangla Paragraph Writing for Class III - VI |