বাংলা নববর্ষ | পহেলা বৈশাখ - বাংলা রচনা | Bengali Essay on Bengali New Year | Bengali Paragraph Writing for Class III - VI বাংলা নববর্ষ বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। পহেলা বৈশাখ এ উৎসবটি পালিত হয়। পৃথিবীর যেখানে যত বাঙালি আছে, তারা সবাই উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ পালন করে। বাংলাদেশে এক সময় এই দিনে পূন্যহ অনুষ্ঠান হতো জাঁকজমকভাবে। এখন হালখাতা, মঙ্গল শোভাযাত্রা, কবিগান, যাত্রা, বৈশাখী মেলা, আবৃতি-নাচ গানে মুখরিত থাকে সারাদেশ। এদিনে আমরা একে অন্যকে বলি শুভ নববর্ষ। এদিনে শহর অঞ্চলেও পান্তা ইলিশ খাওয়ার চল হয়েছে ইদানিং। নববর্ষের দিনে ছেলেরা পাজামা-পাঞ্জাবি এবং মেয়েরা নানা রঙের শাড়ী পড়ে নববর্ষের আনন্দে মেতে ওঠে। চারদিকে তৈরি হয় এক বর্ণিল পরিবেশ। বাংলা নববর্ষ এখন আমাদের প্রধান জাতীয় উৎসব। বাংলা নববর্ষ | পহেলা বৈশাখ - বাংলা রচনা | Bengali Essay on Bengali New Year | Bengali Paragraph Writing for Class III - VI বাংলা নববর্ষ | পহেলা বৈশাখ - বাংলা রচনা | Bengali Essay on Bengali New Year | Bengali Paragraph Writing for Class III - VI
সুজলা সুফলা পশ্চিমবাংলা - বাংলা রচনা | Bengali Essay on West Bengal | Bangla Paragraph Writing for Class III - VI
![]() |
সুজলা সুফলা পশ্চিমবাংলা - বাংলা রচনা | Bengali Essay on West Bengal | Bangla Paragraph Writing for Class III - VI |
সুজলা সুফলা পশ্চিমবাংলা
ভূমিকা : ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৫ আগস্ট সােনার বাংলাদেশ দ্বিধাবিভক্ত হয়ে জন্মনিল পশ্চিমবাংলা এবং পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তান বর্তমানে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ। পশ্চিমবঙ্গ ৮৮,০০০ বর্গ কিলােমিটার ভূখণ্ড নিয়ে বর্তমানে ভারতের একটি বিশিষ্ট অঙ্গরাজ্য।
পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি ও প্রাকৃতিক সৌন্দর্য : উত্তরে হিমালয়, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে আসাম ও বাংলাদেশ, পশ্চিমে নেপাল, বিহার ও ওড়িশা; তার মাঝখানে বিরাজ করছে পশ্চিমবঙ্গ। সুজলা, সুফলা, শস্যশ্যমলা এই পশ্চিমবঙ্গ।
একেবারে উত্তরে রয়েছে হিমালয় ও তরাই অরণ্য, দক্ষিণে সুন্দরবন, পশ্চিমে শাল মহুয়ার জঙ্গল।এখানের প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ। উত্তরে হিমালয়ের কোলে শৈলনগরী দার্জিলিং শীতকালের বরফের পােশাক পরে এবং গ্রীষ্মকালে রং-বেরং-এর ফুল ফুটিয়ে বিশ্বের ভ্রমণ রসিকদের হাতছানি দেয়। নিম্নে সমভূমির বিশাল শস্যপ্রান্তর ও পশ্চিম প্রান্তের
শাল-মহুয়ার জঙ্গল বিভিন্ন ঋতুতে সাজে বিভিন্ন রূপসজ্জায়। শ্যামল শস্যখেত ধীরে ধীরে দক্ষিণের সুন্দরবনে গিয়ে মিশেছে। পশ্চিমবঙ্গের মতাে বিভিন্ন ঋতুতে সৌন্দর্যের এমন ভিন্ন ভিন্ন রূপ অন্য কোথাও দেখা যায় না। গ্রীষ্মে তার রূপ ধুধু রুক্ষ, বর্ষায় সে স্নিগ্ধ সজল, শরতের সূর্যকিরণে আনন্দময়, হেমন্তের সােনালি শস্যের রং-এ অপরূপা, শীতে কুয়াশার মলিনতায় বিষন্ন, বসন্তে পুষ্পময় ও দক্ষিণের বাতাসে রােমাঞ্চিত। জীবনানন্দের ভাষায় ‘রূপসি বাংলা।
নদনদী ও উৎসব : এখানকার প্রধান নদী গঙ্গা। এ ছাড়াও রয়েছে ভাগীরথী, তিস্তা, করতােয়া, ব্রাহ্মণী, মহানন্দা, কংসাবতী, শিলাবতী, চূর্ণী, ময়ুরাক্ষী ইত্যাদি। এই নদীগুলিই পশ্চিমবঙ্গকে করেছে সুজলা সুফলা শস্য শ্যামলা।
এখানে বারােমাসে তেরাে পার্বণ লেগেই আছে। ধর্মীয় উৎসবের মধ্যে রয়েছে দুর্গাপূজা, কালীপূজা, সরস্বতী পূজা, লক্ষ্মীপূজা, কার্তিক পূজা, জগদ্ধাত্রী পূজা, অন্নপূর্ণা পূজা, মনসা পূজা, বিশ্বকর্মা পূজা, দশহরা, রথযাত্রা, চড়ক উৎসব। এ ছাড়াও নবান্ন, পৌষমেলা, উপনয়ন, বিবাহ, জামাইষষ্ঠী, ভ্রাতৃদ্বিতীয়া প্রভৃতি।
উপসংহার : কিছুকাল হল কলকাতা-হলদিয়া-দুর্গাপুর-ফারাক্কা-শিলিগুড়ি এই চারদিকে নানা উন্নতির কথা শােনা যাচ্ছে। এগুলি পশ্চিমবঙ্গের আশার প্রতীক। তাই আশা করা যায়, এসবের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের বেকার সমস্যার সমাধান হবে। এই পশ্চিমবঙ্গে দেখা দেবে প্রত্যাশিত সুখ ও সমৃদ্ধি।
![]() |
সুজলা সুফলা পশ্চিমবাংলা - বাংলা রচনা | Bengali Essay on West Bengal | Bangla Paragraph Writing for Class III - VI |
![]() |
সুজলা সুফলা পশ্চিমবাংলা - বাংলা রচনা | Bengali Essay on West Bengal | Bangla Paragraph Writing for Class III - VI |
![]() |
সুজলা সুফলা পশ্চিমবাংলা - বাংলা রচনা | Bengali Essay on West Bengal | Bangla Paragraph Writing for Class III - VI |