বাংলা নববর্ষ | পহেলা বৈশাখ - বাংলা রচনা | Bengali Essay on Bengali New Year | Bengali Paragraph Writing for Class III - VI বাংলা নববর্ষ বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। পহেলা বৈশাখ এ উৎসবটি পালিত হয়। পৃথিবীর যেখানে যত বাঙালি আছে, তারা সবাই উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ পালন করে। বাংলাদেশে এক সময় এই দিনে পূন্যহ অনুষ্ঠান হতো জাঁকজমকভাবে। এখন হালখাতা, মঙ্গল শোভাযাত্রা, কবিগান, যাত্রা, বৈশাখী মেলা, আবৃতি-নাচ গানে মুখরিত থাকে সারাদেশ। এদিনে আমরা একে অন্যকে বলি শুভ নববর্ষ। এদিনে শহর অঞ্চলেও পান্তা ইলিশ খাওয়ার চল হয়েছে ইদানিং। নববর্ষের দিনে ছেলেরা পাজামা-পাঞ্জাবি এবং মেয়েরা নানা রঙের শাড়ী পড়ে নববর্ষের আনন্দে মেতে ওঠে। চারদিকে তৈরি হয় এক বর্ণিল পরিবেশ। বাংলা নববর্ষ এখন আমাদের প্রধান জাতীয় উৎসব। বাংলা নববর্ষ | পহেলা বৈশাখ - বাংলা রচনা | Bengali Essay on Bengali New Year | Bengali Paragraph Writing for Class III - VI বাংলা নববর্ষ | পহেলা বৈশাখ - বাংলা রচনা | Bengali Essay on Bengali New Year | Bengali Paragraph Writing for Class III - VI
বাংলার শ্রমিক - বাংলা রচনা | Bengali Essay on Workers of Bengal | Bangla Paragraph Writing for Class III - VI
![]() |
বাংলার শ্রমিক - বাংলা রচনা | Bengali Essay on Workers of Bengal | Bangla Paragraph Writing for Class III - VI |
বাংলার শ্রমিক
কায়িক শ্রমের বিনিময়ে যারা দিনগুজরান করে তাদেরই প্রধানত শ্রমিক বলা হয়। ব্যাপক অর্থে সর্বপ্রকার চাকুরিজীবিকেই শ্রমিক বলা গেলেও ‘শ্রমিক’ শব্দটি বিশেষ এক ধরনের শ্রমজীবিকেই বুঝিয়ে থাকে। বাংলার শ্রমিক সাধারণের মধ্যে আত্মসচেতনতা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। তারা একদিকে যেমন মালিকের শােষণনীতির বিরুদ্ধে সােচ্চার প্রতিবাদ জানাচ্ছে তেমনই অন্যদিকে জীবনের সর্বতােমুখী বিকাশের ক্ষেত্রেও অভিনিবেশ করছে। স্বাধীন ভারতে বর্তমানে একাধিক আইন পাশ করে কলকারখানা, খনি ও বাগিচা শ্রমিকদের কর্মের সুযােগ-সুবিধা ও নিরাপত্তার দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তাদের কাজের সময়সীমা নির্দিষ্ট করা হয়েছে, তাদের বাসস্থানকে স্বাথ্যকর পরিবেশে গড়ে তােলার দিকে নজর দেওয়া হয়েছে, নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, শিক্ষাদীক্ষা, খেলাধুলাের ব্যাপারেও নজর রাখা হয়ছে। সরকারি আইনে শ্রমিকদের বহুবিধ সুবিধার দিকে নজর রাখা হলেও তাদের জীবন মােটেই স্বচ্ছল নয়। লে-অফ, লক-আউট, বিভিন্ন ইউনিয়নের পারস্পরিক কলহ শ্রমিকদের জীবনযাত্রাকে মাঝে- মাঝেই তিক্ত, বিক্ষিপ্ত করে তােলে। কেবলমাত্র আইন প্রণয়ন করেই শ্রমিকদের দুঃখ- দুর্দশা দূর করা সম্ভব নয়; এর জন্য দেশের প্রতিটি মানুষের শ্রমিকশ্রেণির প্রতি সহানুভূতিশীল হতে হবে। বিশেষ করে আমাদের দেশে অন্যান্য দেশের তুলনায় শিশুশ্রমিকের সংখ্যা আনুপাতিক হারে বেশি, একদল মানুষ নির্বিচারে শ্রমিকশ্রেণির দারিদ্রের সুযােগ নিয়ে শিশুদের শ্রমিক হিসাবে শােষণ করে চলেছে। শিশুরাই ভাবী- কালের দেশের নাগরিক, তারাই দেশের ভবিষ্যৎ কর্মকাণ্ডের হােতা। তাই শিশুদের শ্রমের কাজে না লাগিয়ে তাদের ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয়, সেই ব্যবস্থা দেশের প্রতিটি নাগরিকেরই গ্রহণ করা উচিত।
![]() |
বাংলার শ্রমিক - বাংলা রচনা | Bengali Essay on Workers of Bengal | Bangla Paragraph Writing for Class III - VI |
![]() |
বাংলার শ্রমিক - বাংলা রচনা | Bengali Essay on Workers of Bengal | Bangla Paragraph Writing for Class III - VI |
![]() |
বাংলার শ্রমিক - বাংলা রচনা | Bengali Essay on Workers of Bengal | Bangla Paragraph Writing for Class III - VI |