বাংলা নববর্ষ | পহেলা বৈশাখ - বাংলা রচনা | Bengali Essay on Bengali New Year | Bengali Paragraph Writing for Class III - VI বাংলা নববর্ষ বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। পহেলা বৈশাখ এ উৎসবটি পালিত হয়। পৃথিবীর যেখানে যত বাঙালি আছে, তারা সবাই উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ পালন করে। বাংলাদেশে এক সময় এই দিনে পূন্যহ অনুষ্ঠান হতো জাঁকজমকভাবে। এখন হালখাতা, মঙ্গল শোভাযাত্রা, কবিগান, যাত্রা, বৈশাখী মেলা, আবৃতি-নাচ গানে মুখরিত থাকে সারাদেশ। এদিনে আমরা একে অন্যকে বলি শুভ নববর্ষ। এদিনে শহর অঞ্চলেও পান্তা ইলিশ খাওয়ার চল হয়েছে ইদানিং। নববর্ষের দিনে ছেলেরা পাজামা-পাঞ্জাবি এবং মেয়েরা নানা রঙের শাড়ী পড়ে নববর্ষের আনন্দে মেতে ওঠে। চারদিকে তৈরি হয় এক বর্ণিল পরিবেশ। বাংলা নববর্ষ এখন আমাদের প্রধান জাতীয় উৎসব। বাংলা নববর্ষ | পহেলা বৈশাখ - বাংলা রচনা | Bengali Essay on Bengali New Year | Bengali Paragraph Writing for Class III - VI বাংলা নববর্ষ | পহেলা বৈশাখ - বাংলা রচনা | Bengali Essay on Bengali New Year | Bengali Paragraph Writing for Class III - VI
ক্ষুদিরাম - বাংলা রচনা | Bengali Essay on Khudiram Bose | Bangla Paragraph Writing for Class III - VI
![]() |
ক্ষুদিরাম - বাংলা রচনা | Bengali Essay on Khudiram Bose | Bangla Paragraph Writing for Class III - VI |
ক্ষুদিরাম
দেশের জন্য ক্ষুদিরাম প্রাণ দিয়েছেন। মাত্র উনিশ বছর বয়সে ক্ষুদিরামের ফাসি হয়। মারা যাওয়ারপর বাংলার বাউল বৈরাগীরাও এই শহিদের জন্য চোখের জল ফেলেছেন। তাদের কণ্ঠের গান আমরা সবাই জানি— ‘হাতে যদি থাকত মা ছােরা তাের ক্ষুদি কি পড়ত ধরা?' ক্ষুদিরামের ধরা পড়ার কষ্ট আমরা প্রতিটি বাঙালি আজও অনুভব করি।মেদিনীপুর জেলার মউবনী গ্রামে ক্ষুদিরামের জন্ম।ছেলেবেলায় তিনি বাবা মাকে হারান। বড়াে বােনের কাছে মায়ের আদরে তিনি মানুষ হন। স্কুলে পড়ার সময়ই তিনি মেদিনীপুরের বিপ্লবী দলে যােগ দেন। তিনি নিয়মিত ব্যায়াম ও খেলাধুলা করতেন। ক্লাসের বই ছেড়ে তিনি দেশ বিদেশের মনীষী ও যােদ্ধাদের জীবনকথা পড়তেন, নিয়মিত গীতা পাঠ করতেন। স্বামী বিবেকানন্দ ছিলেন ক্ষুদিরামের আদর্শ মানুষ। মানুষের রােগে, শােকে, বিপদে-আপদে ক্ষুদিরাম উৎসাহ নিয়ে এগিয়ে যেতেন। ইংরেজ বিচারক কিংস ফোর্ডের অত্যাচার বাংলার বিপ্লবীদের মনে আগুন জ্বালিয়েছিল। ' তাঁকে হত্যার জন্য ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকিকে বিহারের মজফফরপুরে পাঠানাে হয়েছিল। কিন্তু ভুল করে তারা অন্য গাড়িতে বােমা নিক্ষেপ করেন। কিংসফোর্ড বেঁচে গিয়েছিল। কিন্তু পালাতে গিয়ে দুই বিপ্লবীই ধরা পড়ে গেলেন। বিচারে ক্ষুদিরামের ফাসি হয়েছিল। ভারতের ইতিহাসে ক্ষুদিরামের নাম সােনার অক্ষরে লেখা থাকবে।
![]() |
ক্ষুদিরাম - বাংলা রচনা | Bengali Essay on Khudiram Bose | Bangla Paragraph Writing for Class III - VI |
![]() |
ক্ষুদিরাম - বাংলা রচনা | Bengali Essay on Khudiram Bose | Bangla Paragraph Writing for Class III - VI |
![]() |
ক্ষুদিরাম - বাংলা রচনা | Bengali Essay on Khudiram Bose | Bangla Paragraph Writing for Class III - VI |